তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে চাকমা ঘাট এলাকায় পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে এবং পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মনের উপস্থিতিতে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এছাড়াও উপস্থিত ছিলেন ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা, কমল কলই সহ দলের নেতৃত্বরা। এই সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার বক্তব্য ছিল গঠনমূলক। তার পাশাপাশি তিনি তার বক্তব্যে সিপিআইএম এবং কংগ্রেসের কড়া সমালোচনা করে বক্তব্য রাখেন । এদিনের এই সভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।