খোয়াই প্রতিনিধি ,২১মার্চ…..মৌমাছির দ্বারা হুল ফুটানোর কারণে গুরুতর আহত হয়েছেন দুই মধ্যবয়সী মহিলা। ঘটনা বৃহস্পতিবার বিকেলে খোয়াইয়ের পশ্চিম গণকী পঞ্চায়েতের দক্ষিণ পাড়া এলাকায়।ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার রাস্তার পাশের একটি আম গাছের মধ্যে মৌমাছিরা মৌচাক বেঁধেছিল মাসাখানিক আগে। আর বৃহস্পতিবার দিন বিকেলে কোন এক সময় বাজপাখী সেই মৌমাছিদের মৌচাকে খাবা বসিয়ে দেয়।ফলে মূহূর্তের মধ্যে কয়েক হাজার মৌমাছি মৌচাক থেকে বেরিয়ে ক্ষিপ্ত মৌমাছির দল চারিদিকে ঘুরতে থাকে। ঠিক এই সময়েই রুমা রায় ৪৭ এবং জ্যোছনা রায় ৫২ যাচ্ছিলেন এই রাস্তা ধরে।আর তখনই মৌমাছিরা হুল ফুটিয়ে দেয় দুই মহিলার শরীরে তাতে ঐ দুই মহিলা গুরুতর আহত হন ।ঘটনার আকস্মিকতায় কোন কিছু বুঝে উঠার আগেই মহিলাদ্বয়ের উপর হামলে পড়ে মৌমাছিরা। শেষে মহিলাদের চিৎকারে ছুটে আসে বাড়ির লোকজন সহ পাড়া-প্রতিবেশীরা । সাথে সাথে খবর দেওয়া হয় দমকল কর্মীদের শেষে দমকল কর্মীরা ওদের তৎপরতায় উদ্ধার হয় দুই মহিলা। এবং তাদেরকে সাথে সাথে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাদেরকে হাসপাতালে চিকিৎসা করিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাড়ীতে পাঠানো হয়েছে। এই দিকে এই দুই মহিলা ছাড়াও মৌমাছিদের আক্রমণে ওই এলাকার কিছু পথ চালিত মানুষ, গবাদি পশুও আক্রান্ত হয়েছে বলে জানা যায় । তবে বৃহস্পতিবারের বিকালে মৌমাছিদের এই আক্রমণের ঘটনায় এলাকাবাসি আতঙ্কগ্রস্থ হয়ে রয়েছে বলে এলাকা সূত্রে জানা গেছে।