Thursday, December 5, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদলোকসভা নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই জেলার প্রশাসনিক ব্যবস্থার ধারণা দিতে সাংবাদিক সম্মেলন...

লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই জেলার প্রশাসনিক ব্যবস্থার ধারণা দিতে সাংবাদিক সম্মেলন জেলা শাসকের

খোয়াই প্রতিনিধি ১৮ই মার্চ…,..আগামী একমাস এবং একমাস সাত দিনের ব্যবধানে লোকসভা নির্বাচনের রাজ্যের দুটি আসনে নির্বাচন হতে যাচ্ছে ১৯শে এপ্রিল এবং২৬ শে মে । এই নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসন কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সেই বিষয়কে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে পাঁচটায় খোয়াই জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে জেলা প্রশাসন ও আরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলাশাসক চাঁদনী চন্দ্রন জেলা পুলিশ সুপার রমেশ যাদব ।এই সাংবাদিক সম্মেলনে জেলা শাসক চাঁদনী চন্দ্রন জানান পূর্ব ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার হচ্ছেন ধলাই জেলার ডি এম। এছাড়া নির্বাচন উপলক্ষে খোয়াই জেলার তথ্য দিতে গিয়ে জেলা শাসক বলেন, এই জেলায় মোট ভোটারের সংখ্যা হল ২ লক্ষ ৫৪ হাজার ৪০১জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার ৭৩১ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৬৭০ জন। ৮৫ ঊর্ধ্ব ভোটারের সংখ্যা রয়েছে ১৭৩৬ জন। তেলিয়ামুড়া ও খোয়াই দুই মহকুমা মিলে মোট তিনটি স্ট্রংরুম এবং তিনটি কাউন্টিং হল তৈরি রাখা হয়েছে। এই বিষয়ে জেলার পুলিশ সুপার রমেশ কুমার যাদব জানিয়েছেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে তাতে করে গোটা জেলায় ১৮টি নাকা পয়েন্ট বসানো হয়েছে। প্রতিদিন চলছে জেলার বিভিন্ন স্থানে ফ্ল্যাগ মার্চ। এই নির্বাচনকে সামনে রেখে আরো আট কোম্পানি অতিরিক্ত নিরাপত্তা বাহিনী এসে গেছে। এই দিন জেলাশাসক কার্যালয়ে একটি কন্ট্রোল রুমেরও উদ্বোধন করা হয় উদ্বোধন করেন খোয়াইয়ের জেলা শাসক চাঁদনী চন্দ্রন। জেলাশাসক উনার আলোচনাতে বলেন ১৯৫০ একটি ফোন নম্বর নির্বাচনকে কেন্দ্র করে চালু করা হয়েছে এই নাম্বারের মাধ্যমে যে কোন ধরনের সন্ত্রাসমূলক কার্যকলাপ হলে এই নম্বরে খবর দেওয়া বা যোগাযোগ করার জন্য আহ্বান রাখেন জেলা শাসক। এছাড়া জেলাশাসক জেলা বাসিকে অবগত করার জন্য একটি বার্তা দেন নির্বাচন আচরণবিধি চলাকালীন যাতে কোন ব্যক্তি ভুল তথ্য এবং গুজব যাতে না ছড়ায় এবং এই ধরনের খবর গুলিকে যাতে জেলা প্রশাসনকে অবগত করা হয় এর জন্য প্রত্যেকের কাছে আহ্বান রাখেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য