Tuesday, September 16, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদরাজ্য কৃষি সহ সার্বিক ক্ষেত্রে উন্নয়নের দিকে ধাবিত - রতন লাল নাথ

রাজ্য কৃষি সহ সার্বিক ক্ষেত্রে উন্নয়নের দিকে ধাবিত – রতন লাল নাথ

তেলিয়ামুড়া প্রতিনিধি…..
বুধবার ব্লক ভিত্তিক সুশাসন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কর্মসূচিতে রাজ্য সরকারের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ , স্থানীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পুরো পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, জেলাশাসক চাঁদনীচন্দ্র, মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের আলোচনায় অংশগ্রহণ করে বিকশিত ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসেবে সুশাসনের দ্বিতীয় পর্ব শীর্ষক কর্মসূচি তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন মন্ত্রী রতন লাল নাথ। শ্রীনাথ দাবি করে নেই সময়ের মধ্যে রাজ্য কৃষি সহ সার্বিক ক্ষেত্রে উন্নয়নের দিকে ধাবিত। তিনি আশা প্রকাশ করে না আগামী দিনে গোটা দেশের সাথে সাথে ত্রিপুরা রাজ্যও নরেন্দ্র মোদির মার্কা দর্শনে আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাবে। এছাড়াও স্থানীয় বিধায়িকা তথা মুখ্য সচেতন কল্যাণী সাহারায় দাবি করেন এই সময়ের মধ্যে তেলিয়ামুড়া গোটা রাজ্যের সাথে সঙ্গতি বজায় রেখে আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নে সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে বলিষ্ঠ দিশায় এগিয়ে চলেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য