Friday, October 18, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদ১৫ পরিবারের ৫৪ জন ভোটার কংগ্রেস, সিপিআইএম ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান

১৫ পরিবারের ৫৪ জন ভোটার কংগ্রেস, সিপিআইএম ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান

তেলিয়ামুড়া:
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিরোধী শিবিরে ভরাডুবির পর গোটা ত্রিপুরা রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো রীতিমতো অস্তিত্ব সঙ্কটে পড়তে চলেছে বলে রাজনৈতিক অনুমান। প্রায় প্রতিনিয়ত খোয়াই জেলার বিভিন্ন প্রান্তে সিপিআইএম-কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মী সমর্থকেরা কাতারে কাতারে বিজেপি শিবিরে শামিল হচ্ছে। রবিবার তথা ১০ই ডিসেম্বর তেলিয়ামুড়াতে এক যোগদান পর্বের মধ্য দিয়ে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৩৯,৪০ এবং ৪৯ নম্বর বুথ এলাকার সিপিআইএম এবং কংগ্রেস দলের সমর্থক ১৫ পরিবারের ৫৪ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে।
নবাগতদের ভারতীয় জনতা পার্টিতে বরণ করে নেন স্থানীয় বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিজেপি নেতৃত্ব নন্দন রায়, বিমল রক্ষিত, গোপাল বর্মন, প্রজেশ সরকার প্রমুখ।
এই যোগদান নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে শ্রীমতি কল্যানী সাহা রায় দাবি করেন,, বর্তমান সময়ে গোটা দেশ তথা রাজ্য জুড়ে সাধারণ মানুষ বুঝতে পেরেছেন আর্থ সামাজিক ব্যাবস্থার মানোন্নয়নের গ্যারান্টি মোদি সরকার, বিশেষ করে সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে দেশবাসী বুঝে গেছেন ইন্ডিয়া জোটের কোন ভবিষ্যৎ নেই, এই কারণে শুধু তেলিয়ামুড়া না, গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী শিবির থেকে শাসক দলে যোগদান অব্যাহত বলে শ্রীমতি সাহা রায় এর দাবি। নবাগতদের ভারতীয় জনতা পার্টি পরিবারের স্বাগত জানিয়ে বিধায়িকা শ্রীমতি সাহা রায় দাবী করেন আগামী দিনে সকলকে সাথে নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার মার্গ দর্শনে উন্নয়নের গতি অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য