খোয়াই প্রতিনিধি ই ডিসেম্বর……খোয়াই পুর পরিষদের উদ্যোগে বিপিসি পাড়া সংলগ্ন নতুন তবলা সেটের সামনে একটি পার্ক সহ সেলফি পয়েন্ট তৈরি করা হচ্ছে।এবং সেই স্থানটিকে আলোকিত করার জন্য সেখানে একটি হাই মার্কস লাইট বসানোর কাজ চলছে সেই স্থানের কাজগুলি পরিদর্শনের জন্য সোমবার দুপুরে ঐ স্থানটি পরিদর্শনে আসেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা,ভাইস চেয়ারম্যান নিবাস সাহা, আমবাসা থেকে আগত এক্সিকিউটিভ চিফ ইঞ্জিনিয়ার সুজিত দাস,খোয়াই পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার স্বরাজ বর্মন ,পুর পরিষদের ডেপুটি সিও হেমন্ত ধর সহ অন্যান্যরা।এই বিষয়ে পুরো পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই তবলা সেটের সামনে একটি পার্ক ও সেলফি পয়েন্ট তৈরি করা হচ্ছে এর জন্য সেখানে একটি হাই মার্কস লাইট বসানোর কাজ চলছে।এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ত দপ্তরের ইন্টারনেল ডিভিশনকে তাই লাইট টি কিভাবে বসানো হবে সেই জায়গাতে সেটাই দেখতে পরিদর্শনে আসে এই প্রতিনিধি দলটি যাতে করে কাজের গুণমানের দিক দিয়ে কাজটি ভালোভাবে হয়।তাছাড়া পার্ক ও সেল্ফি পয়েন্টের জায়গার রাস্তাটিকে প্রশস্ত করার জন্য পূর্ত দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে।এর জন্য ওয়ার্ক অর্ডারের মাধ্যমে পূর্ত দপ্তর তা ইসুও করে দিয়েছে এর পাশাপাশি ওই কাজের জন্য ঠিকাদারা ও নিয়োগ করা হয়ে গেছে।যেখানে হাই মার্কস লাইটটি বসবে তার তলদেশটি পাঁচ মিটার বেশের একটি সার্কেল হবে সেই সার্কেলে একটি হাই মার্কস্ লাইট বসানো হবে এবং সেই লাইটের নিচে একজন মনীষীর ষ্টেচু বসানো থাকবে কিন্তু কোন মনীষীর ষ্টেচু বসানো হবে সেই বিষয়টা নিয়ে পুর পরিষদের চেয়ারম্যান একটু সাসপেন্সে রেখে দিয়েছেন সবাইকে।তিনি এও বলেন এই কাজটি সম্পন্ন হলে এই এলাকাটি একটি অন্য রূপে সেজে উঠবে বলে আশা করেন। যদিও উক্ত পার্কটির ডিজাইনের জন্য পুরো পরিষদ আগেই প্রশংসিত হয়েছেন বলেও জানান চেয়ারম্যান।তবে আগামী বছর জানুয়ারি মাসের মাঝামাঝিতে পার্ক ও সেলফি পয়েন্ট এর কাজ সমাপ্ত হবে এর পর পুর পরিষদের পক্ষ থেকে পার্ক এবং সেলফি পয়েন্ট টি খোয়াই বাসির জন্য উৎসর্গ করে দেওয়া হবে বলে জানান পুরো পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা। পাশাপাশি পুর পরিসদে চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা এও জানান খোয়াই জেলা হাসপাতাল সংলগ্ন একটি পার্ক রয়েছে নিবেদিতা পার্ক নামে সেই পার্কেও হাই মার্কস্ লাইট বসানো হবে ।এর জন্য দুইটি পার্কের কাজই একসাথে শুরু হয়েছে তাতে হাই মার্কস লাইট এর জন্য নিবেদিতা পার্ক এর পাশাপাশি পার্ক সহ সেলফি পয়েন্টের জায়গাটি খুবই সুন্দর হয়ে উঠবে বলে মনে করেন খোয়াই শহরের মধ্যে বলে মন্তব্য করেন চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা।