Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদজি নেক্মট মডেল স্কুলের উদ্যোগে খোয়াই নতুন টাউন হলে পালিত হল শিশু...

জি নেক্মট মডেল স্কুলের উদ্যোগে খোয়াই নতুন টাউন হলে পালিত হল শিশু দিবস অনুষ্ঠান

খোয়াই প্রতিনিধি ২১শে নভেম্বর…..মঙ্গলবার সন্ধ্যায় খোয়াই নতুন টাউন হলে জি নেক্সট মডেল স্কুলের উদ্যোগে চলতি বছর শিশু দিবসকে কেন্দ্র করে স্কুলের কচি কাঁচা ছাত্র ছাত্রী দের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশু দিবস অনুষ্ঠানটি উদযাপন করা হলো। এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিক রাজকুমার কাহালিক,এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই ইউনিয়ন ব্যাংকের শাখা প্রমুখ তনুশ্রী দেবনাথ, স্টেইট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার খোয়াই শাখার সহকারী প্রমুখ সব্যসাচী চক্রবর্তী এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিবেকানন্দ এডুকেশন ট্রাস্ট এর সদস্য অঞ্জন গোস্বামী সহ অন্যান্যরা। জি নেক্সট মডেল স্কুলটি ২০১৬ সালে খোয়াই বনকর স্থিত ভোলাগিরি আশ্রমে ছোট্ট পরিসরে শুরু করেছিল।শেষে আস্তে আস্তে স্কুলের পরিধি ও ছাত্র-ছাত্রী সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে বর্তমানে স্কুলের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় তিন শতাধিক । বর্তমানে খোয়াইতে মোট তিনটি জি নেক্সট মডেল স্কুল রয়েছে বনকর,দুর্গানগর ও জাম্বুরা এলাকাতে। বর্তমানে স্কুলটি দশম শ্রেণী পর্যন্ত অনুমোদন পেয়েছে এবং বর্তমানে সপ্তম শ্রেণি পর্যন্ত ছাত্র ছাত্রীরা লেখা পড়া করছেন । সবথেকে বড় বিষয় জি নেক্সট মডেল স্কুলের পঠন-পাঠনের যে পদ্ধতি সেটা গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে একটু আলাদা এবং অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন স্কুল কর্তৃপক্ষরা। তাতে কচিকাঁচা ছাত্র ছাত্রীরা শিক্ষা গ্রহণে অনেকটাই সুবিধা পাচ্ছে। যার কারণে জি নেক্সট মডেল স্কুল খুব কম সময়ে খোয়াইতে সুনামের সাথে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের আকৃষ্ট করতে পেরেছে। মঙ্গলবার সন্ধ্যায় ২০২৩ এর শিশু দিবস কে কেন্দ্র করে যে জমজমাট অনুষ্ঠান করা হলো খোয়াই নতুন টাউনহলে তাতে ছাত্র-ছাত্রীদের মধ্যে নৃত্য, কুইজ,বক্তৃতা প্রতিযোগিতা ও যেমন খুশি তেমন সাজো সহ বিভিন্ন অনুষ্ঠান সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে
এতে করে ছাত্রছাত্রী অভিভাবকরা অনেকটাই উৎফলিত। কচিকাচা ছাত্র-ছাত্রীদের শিক্ষার যে প্রসার ঘটছে সেটা কুইজ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেকটাই পরিলক্ষিত হতে দেখা গেছে। জি নেক্সট মডেল স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষার যে প্রসার ঘটাচ্ছে, শিক্ষা অনুরাগীরা আশা করছে অদূর ভবিষ্যতে খোয়াইতে জি নেক্সট মডেল স্কুলের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়তে একটি বরিষ্ঠ ভূমিকা গ্রহণ করবে বলে মনে করছেন অনেকেই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য