Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদযথাযথ মর্যাদায় তেলিয়ামুড়া অনুষ্ঠিত হলো শারদ সম্মান অনুষ্ঠান

যথাযথ মর্যাদায় তেলিয়ামুড়া অনুষ্ঠিত হলো শারদ সম্মান অনুষ্ঠান

তেলিয়ামুড়া প্রতিনিধি।।
প্রতি বছরের ন্যায় এই বছর তথা ২০২৩ সালের শারদ সম্মান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়াতে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী সাহা রায় সহ প্রশাসনিক আধিকারিকরা। পুজোগুলিকে ‘শারদ সম্মান’ দেয় তেলিয়ামুড়া শারদ সম্মান কমিটি। এ বছরের শারদ সম্মানের তালিকা ঘোষণা করা হয়েছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে শুক্রবার সন্ধ্যায়। তেলিয়ামুড়া শহরের দশটি এবং গ্রামীন এলাকায় দশটি পুজো কমিটিকে শারদ সম্মান দেওয়া হয়েছে। বিজয়া দশমিতে কার্নিভালে অংশগ্রহণ করে নয়টি পুজো কমিটি।এরমধ্যে ৫ টি ক্লাব সেরা। বিশেষ পুরস্কার পেয়েছে চারটি ক্লাব পুজো। কার্নিভালে প্রথম স্থান অধিকার করে প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব, দ্বিতীয় তার যুগ্মভাবে অধিকার করে বুলেট ক্লাব এবং নেতাজি নগর স্মৃতি সংঘ, তৃতীয় স্থান পল্লীমঙ্গল এবং রাজদূত ক্লাব। বাকি ক্লাবগুলিকে সান্তনা পুরস্কার দেওয়া হয়। শহর অঞ্চলের দশটি এবং গ্রামীণ এলাকার দশটি ক্লাবের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে বিধায়িকা কল্যাণী সাহা রায় ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুরো পরিষদের পুরো পিতা রূপক সরকার, মহকুমা শাসক অভিজিৎ ভট্টাচার্য, মহকুমা পুলিশ আধিকারিক প্রশূন কান্তি ত্রিপুরা সহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven + fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য