Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদমানবাধিকার সুরক্ষা বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা আয়োজিত হয় তেলিয়ামুড়া অবস্থিত জেলা ফরেস্ট...

মানবাধিকার সুরক্ষা বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা আয়োজিত হয় তেলিয়ামুড়া অবস্থিত জেলা ফরেস্ট অফিস কার্যালয়ে শুক্রবার।

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
এই কর্মশালায় মূলত মানবাধিকার সুরক্ষায় গোটা সমাজকে নিজ নিজ মতো করে ভূমিকা পালন করার আহ্বান বারবার ধ্বনিত প্রতিধ্বনিত হয়।সংশ্লিষ্ট কর্মশালায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করতে গিয়ে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় ত্রিপুরা রাজ্যে মানবাধিকার কমিশন গঠনের বিভিন্ন বিষয় তুলে ধরে উনার গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। তিনি দাবি করেন রাজ্যের মানুষের স্বার্থে এই মানবাধিকার কমিশন করে তোলার ক্ষেত্রে বহুল লড়াই সংগ্রাম এ রাজ্যে হয়েছে। তবে মানবাধিকার কমিশন গঠনের মধ্য দিয়েই কোটা সমাজের অধিকার’কে রক্ষা করা যাবে না বলে বিদায় কার স্পষ্ট দাবি তিনি সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে আগামী দিনে নিজ নিজ মত করে মানবাধিকার রক্ষায় এগিয়ে আসার পাশাপাশি প্রশাসনকে সার্বিকভাবে সহায়তা করার আহ্বান রাখেন।সেদিন অন্যদের মাঝে খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, তেলিয়ামুড়া পরিষদের চেয়ারপারসেন রূপক সরকার প্রমূখ মানবাধিকার রক্ষা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ কর্মশালার প্রাসঙ্গিক বিষয় তুলে ধরে আলোচনা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য