তেলিয়ামুড়া প্রতিনিধি :-
সংবাদে প্রকাশ, রহিম রুপিনী নামের ওই যুবক নিজ ব্যক্তিগত কাজ সেরে আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে বাইক যোগে আগরতলার দিক থেকে হাওয়াই বাড়ি স্থিত নিজ বাড়ির উদ্দেশ্যে আসার সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বোলেরো গাড়ি সজোরে ধাক্কা দেয় রহিমের বাইকে। গাড়ির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে সে এবং গুরুতর আহত অবস্থায় আসাম আগরতলা আত্মীয় সড়কের ওপর পড়ে ছটফট করতে থাকে। অন্যদিকে, গাড়িটি তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে পথ চলতি অন্যান্য যানবাহন চালকসহ যাত্রীরা তৎক্ষণাৎ এই ঘটনার খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। এই যান দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছছে গুরুতর আহত অবস্থায় আহত ওই বাইক চালককে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের জরুরী কালীন বিভাগে প্রাথমিক চিকিৎসার পর, আহতের অবস্থা গুরুত্ব হওয়াতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত ওই বাইক চালককে উন্নত চিকিৎসার জন্য তৎক্ষণাৎ রাজধানি আগরতলার জিবি হাসপাতালে রেফার করে দেয়।সেই সঙ্গে শুক্রবার দিন বড়মুড়া পাহাড়ে ঘটে যাওয়া এই ভয়াবহ যান দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জনসাধারণের মধ্যে।