খোয়াই প্রতিনিধি ৬ই নভেম্বর… সোমবার সকালে খোয়াই পুর পরিষদের অন্তর্গত সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে এক বৈঠক অনুষ্ঠিত হয় খোয়াই পুর পরিষদের কনফারেন্স হলে। খোয়াই সীমান্ত এলাকায় বসবাস কারি জনগণের বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হচ্ছে সীমান্ত এলাকায় ।সোমবার এই বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই মাননীয়া জেলা শাসক চাঁদনী চন্দ্রন, খোয়াই মহকুমা শাসক বিজয় সিনহা, ১০৪ নং সীমান্তরক্ষী রবাহিনীর কমান্ডেন্ট নীরজ সিং জামেয়াল খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, ভারত বাংলাদেশের খোয়াই সীমান্ত এলাকার এক দুই ও ছয় নং পুর ওয়ার্ডের কাউন্সিলার গন যথাক্রমে ঊষা রানী সিনহা, সুসান দেব ও মৃত্যুঞ্জয় নাথ শর্মা সহ অন্যান্য। মূলত এই বৈঠকটি সীমান্ত এলাকাতে বসবাসকারী নাগরিকবৃন্দের বিভিন্ন সমস্যা দীর্ঘদিনের এই সমস্যাগুলি নিরসন করা স্বার্থে এই বৈঠক। সীমান্ত এলাকাতে চুরি সীমান্তের ওপারে স্থানীয় কৃষকদের প্রচুর জমি রয়েছে সেগুলি সঠিক সময় চাষবাস করা যাচ্ছে না। প্রায় সময়ের লক্ষ্য করা যায় এই অভিযোগ উঠে সীমান্ত এলাকার কৃষকদের পক্ষ থেকে বিএসএফ মর্জি মাফিক সীমান্ত কাঁটাতারের গেট খুলেন এবং লাগান এতে কৃষকরা চাষবাস সঠিক মতে করতে পারেন না। তাছাড়া খোয়াই পুর পরিষদের এক নম্বর ওয়ার্ডের দুইটি জলের পাম্প আছে করুণা চলাকালীন সময় থেকে বন্ধ হয়ে আছে তাছাড়া এই দুইটি পাম্পের পাইপলাইনের পাইপ চুরি হয়ে গেছে। যার কারনে এই দুইটি পাম্প থেকে জল সরবরাহ সঠিক সময় হচ্ছে না। এই বিষয়গুলি নিয়ে দীর্ঘদিন ধরে খোয়াই পুর এলাকার সীমান্ত লাগুয়া ওয়ার্ড গুলির নাগরিকবৃন্দ কাউন্সিলরদের কাছে এই অভিযোগগুলো তুলছিল। খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান ও কাউন্সিলর মৃত্যুঞ্জয় নাথ শর্মাদের বিশেষ তাগিদে জেলা শাসকের পুরোহিত্যে বিএসএফ নিয়ে বৈঠক হয়। বৈঠক শেষে জেলাশাসক সহ বি এস এফের কর্মকর্তাদেরকে নিয়ে সরজমিনে সীমান্ত এলাকার বসবাসকারী নাগরিকবৃন্দের সমস্যাগুলি পরিদর্শন করেন। সবশেষে ১০৪ নম্বর বিএসএফের কমান্ড্যান্ট সহ কর্মকর্তারা আশ্বাস প্রদান করেন অতি দ্রুত সীমান্ত এলাকার যে সমস্যা গুলি আছে সেই সমস্যাগুলি দ্রুত সমাধান করা হবে। এখন দেখার বিষয় এই বৈঠক কতটুকু সীমান্ত এলাকার জনগণের স্বার্থে কাজে লাগে।