তেলিয়ামুড়ার অন্যতম বনেদি ক্লাব বুলেট ক্লাবের উদ্যোগে আজ তেলিয়ামুড়ার প্রত্যন্ত দুর্গাধন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য শিবির আয়োজিত হয়। উক্ত স্বাস্থ্য শিবিরে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্তরের জনসাধারণ সম্মিলিতভাবে উপস্থিত থেকে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। এই স্বাস্থ্য শিবির ঘিরে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক ইতিবাচক তৎপরতা পরিলক্ষিত হয়। সংশ্লিষ্ট স্বাস্থ্য শিবিরে প্রধানমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বুলেট ক্লাব কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি দাবী করেন এই সময়ের মধ্যে রাজ্য সরকার শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য সর্বোতভাবে প্রয়াস গ্রহণ করে চলেছে। এর পাশাপাশি বুলেট ক্লাবের মত বিভিন্ন সমাজ সচেতন ক্লাবগুলো রাজ্যের দিকে দিকে সরকারের সাথে কাঁধ মিলিয়ে সামাজিক কর্মকান্ড বাস্তবায়িত করছে বলে শ্রীমতি সাহা রায় দাবী করেন। স্বাস্থ্য শিবির করার পাশাপাশি আগামী দিনে প্রয়োজন অনুযায়ী প্রশাসনিক শিবির করার জন্যও আহ্বান রাখেন শ্রীমতি কল্যাণী সাহা রায়। এছাড়াও এই স্বাস্থ্য শিবিরে বুলেট ক্লাবের বিভিন্ন স্তরের শীর্ষ কর্তা ব্যাক্তিসহ তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী উপস্থিত ছিলেন।