Sunday, December 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদআগামী তিন বছরের মধ্যে খোয়াই জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের জনগণের উন্নয়নের স্বার্থে...

আগামী তিন বছরের মধ্যে খোয়াই জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের জনগণের উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রজেক্ট এর মাধ্যমে নীল নকশা তৈরি করে কাজ করার জন্য জেলা শাসকের আহবানে এক সভার আয়োজন করা হয় তুলাশীখড় ব্লকের কনফারেন্স হলে।

খোয়াই প্রতিনিধি ২০ শে সেপ্টেম্বর..খোয়াই তুলা শিখর ব্লকের উদ্যোগে বুধবার সকাল এগারোটা নাগাদ ব্লকের কনফারেন্স হলে জেলাশাসক এর নেতৃত্বে একসভা অনুষ্ঠিত হলো । সভার মুখ্য আলোচনার বিষয় ছিল খোয়াই জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের জনগণের জন্য আগামী তিন বছরের ভিতর কিভাবে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে উন্নয়নমূলক কাজ করা যায় তারই এক নীল নকশা তৈরি করা হয় উক্ত সভায় আলোচনার মাধ্যমে। এই সভা তে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক মাননীয়া চাঁন্দী চন্দ্রন,তুলাশিখর ব্লকের ভিডিও মানস মুড়া সিং, তুলা শিখর ব্লকের চেয়ারম্যান প্রদীপ দেববর্মা,এবং ভাইস চেয়ারম্যান সুতাম্বর দেববর্মা সহ তুলা শিখর ব্লকের অন্তর্গত বিভিন্ন দপ্তর এর কর্মকর্তাগণ, তার মধ্যে ডি ডাব্লিউ এস, পি ডব্লিউ ডি, আই সি ডি এস ,এগ্রিকালচার, প্রাণিসম্পদ বিকাশ দপ্তর সহ তুলা শিখর ব্লকের বিভিন্ন আধিকারিকরা। মাননীয়া জেলা শাসক এই মিটিংয়ে উপস্থিত প্রত্যেকটি দপ্তরের আধিকারিকদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন যে আগামী তিন বছরের ভিতর তুলা শিখর ব্লক এলাকার জনগণর সার্বিক উন্নয়নের স্বার্থে কিভাবে কাজ করা যায়। তাতে করে প্রত্যেক দপ্তরের আধিকারিকরা ব্লক এলাকার উন্নয়নের স্বার্থে নিজস্ব মতামত প্রদান করেন এবং সেই মতামত গুলির মধ্যে সার্বিকভাবে গ্রহণযোগ্য বিষয়গুলি মাননীয়া জেলা শাসক ব্লক আধিকারী মানস মুরা সিং কে লিপিবদ্ধ করার আহ্বান রাখেন। মিটিং এর আলোচ্য বিষয় গুলি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খোয়াই জেলা শাসক মাননীয়া চাঁন্দী চন্দ্রন বলেন খোয়াই জেলা শাসকের পক্ষ থেকে একটি পদক্ষেপ নেওয়া হয় যে কিভাবে জেলার ইন্টিগ্রেট ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্টের জন্য একটি ব্লু প্রিন্ট তৈরি করা যায় সেই বিষয়ে এই মিটিং এর ব্যবস্থা করা হয়।এর জন্য তুলা শিখর ব্লকের অন্তর্গত বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা বিভিন্ন জায়গায় কাজ করে জনগণের স্বার্থে তাই সেই কাজ গুলোকে ভালো করে দেখাশোনা করার জন্য সেই জায়গা গুলি সরজমিনে পরিদর্শনের দরকার রয়েছে।এর জন্য জেলাতে আগামী তিন বছরের জন্য কি কি ভালো প্রজেক্ট নিলে জেলা বাসির জন্য লাভজনক হবে এর জন্য বিভিন্ন প্রজেক্ট তৈরি করা হবে।এর পর সেই প্রজেক্ট গুলোকে জনগণের কাজে আনা হবে।ওই প্রজেক্ট গুলির জন্য কিভাবে বিভিন্ন দপ্তর থেকে টাকা এনে প্রজেক্ট এর কাজ করা হবে সেই বিষয়েও আলোচনা করা হয়।একে কেন্দ্র করে তুলা শিখর ব্লকের এই মিটিংটি ছিল দ্বিতীয় পর্যায়ের প্রথম পর্যায়ে মিটিংটি তেলিয়ামুড়াতে এর আগে হয়ে গেছে।তুলাশিখর ব্লকের অন্তর্গত বিভিন্ন প্রত্যন্ত এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের ভালো ভালো প্ল্যান এই মিটিংয়ে উঠে আসে বলে জানান জেলাশাসক।তিনি এও বলেন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের জনগণের জন্য কাজ করলে ওই সকল মানুষের জীবন জীবিকার মান উন্নত হবে এসব বিষয় আলোচনা করা হয়।এছাড়া তুলাশিখর এলাকাতে একটি ইকোপার্ক তৈরি করা একটি স্টেডিয়াম তৈরি করা বিভিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থার মান উন্নত করা পানীয় জলের ব্যবস্থা করা সহ তুলাশিখর ব্লক এলাকার একটি প্রাকৃতিক ঝর্ণা রয়েছে ডুমলা নামে সেই ঝরনাটি প্রাকৃতিক মনোরম দৃশ্যে পরিপূর্ণ তাকে কিভাবে ট্যুরিজম স্পট হিসেবে বেছে নেওয়া যায় সেই বিষয়েও আলোচনা উঠে আসে এবং বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে ভালো হোস্টেলের ব্যবস্থা করার বিষয়টি খতিয়ে দেখছেন জেলাশাসক এই সমস্ত বিষয়গুলি নিয়ে এ দিন এই মিটিং আলোচনা করা হয়। তাছাড়া উক্ত সভাতে তুলাশিখর ব্লক এলাকার রাস্তাঘাটও পানীয় জলের সমস্যা গুলি নিয়ে প্রায় প্রত্যেকটি দপ্তরের আধিকারির জেলা শাসককে অবগত করান। এখানে একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকলে সরকারি বড় বড় প্রজেক্টগুলি যে মুখ থুবড়ে পড়ে তাই বিভিন্ন দপ্তরের আধিকারিকরা মাননীয়া জেলা শাসকের নিকট যোগাযোগ ব্যবস্থা উন্নত করার আহ্বান রাখেন এবং জেলা শাসক ও তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান মিটিংয়ে উপস্থিত সবাইকে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য