আবারো গৃহবধূ নির্যাতনর মতো ঘটনা সংবাদ শিরোনামে। এবার তেলিয়ামুড়া থানাধীন জারইলং বাড়ি এলাকায় স্বামী শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনলো এক গৃহবধূ। তেলিয়ামুড়া থানায় অভিযোগ জানানোর পরও হেলদোল নেই পুলিশের। অবশেষে সাংবাদিকদের দারস্ত সেই নির্যাতিতা গৃহবধূ। প্রায় সময়ই নাকি তার স্বামী রাজেন্দ্র দেববর্মা লাঠি লোহার রড দিয়ে মহিলাকে মারধর করে। এই পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে তেলিয়ামুড়া থানায় দারস্ত হয় ঐ গৃহবধূ। কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে দেখা যাচ্ছে না পুলিশকে। তাই বাধ্য হয়ে বুধবার সাংবাদিকদের দারস্থ হন ওই অসহায় নির্যাতনের শিকার গৃহবধূ। এখন দেখার বিষয় নির্যাতিতার গৃহবধূর স্বামী রাজেন্দ্র দেববর্মা ও শাশুড়ি বজন্তি দেববর্মার বিরুদ্ধে পুলিশ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে।