Sunday, December 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদশিশু বয়সেই বিশেষ গুনের অধিকারী "রাজদ্বীপ"

শিশু বয়সেই বিশেষ গুনের অধিকারী “রাজদ্বীপ”

তেলিয়ামুড়া প্রতিনিধি –
শিশু বয়সেই বিশেষ গুনের অধিকারী, তেলিয়ামুড়া মহকুমার ব্রম্মছড়া এলাকার বাসিন্দা সুধীর চৌধুরীর ছেলে রাজদ্বীপ চৌধুরী। উপযুক্ত সুযোগের অভাবে নিজের প্রতিভাকে তুলে ধরতে পারছেনা। তার মধ্যে একদিকে যেমন গান গাওয়ার দক্ষতা রয়েছে এর পাশাপাশি কি বোর্ড বাজানোতেও সাবলিল সে। মাত্র পাছ বছর বয়সেই কি বোর্ড বাজিয়ে হিন্দি সিনেমার কর্মা ছবির বিখ্যাত গান ‘দিল দিয়া হে জান ভি দেংগে ‘ বাজিয়ে তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন স্টেজে তাক লাগিয়ে দেয়। তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন অনুষ্ঠানে তাকে কি বোর্ড বাজানোর সুযোগ ও করে দেওয়া হয়। তার পর থেকে তার অনুশীলন আরও বেড়ে যায়। মানুষের প্রশংসা তাকে আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগাতে থাকে। এখন সে ষষ্ট শ্রেণীর ছাত্র। পড়াশোনার পাশাপাশি রিতিমত নিজেকে মেলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বাবা সামান্ন বাইক মেকেনিক তাকে উপযুক্ত প্রশিক্ষণ এর পাশাপাশি প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে নিয়ে যেতে পারেনা সব সময়।রাজ্যের মন্ত্রির বিধানসভা এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে সহযোগিতার রাখাটা একেবারে অস্বাভাবিক কিছু না। আশাও করেন, কিন্তু এখন পর্যন্ত ২৯ কৃষ্ণপুর বিধান সভার বিধায়ক তথা ত্রিপুরা সরকারের জনজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয়ের তরফে কোন ধরনের সহযোগিতা পায় নি রাজদ্বীপ। এমনটাই জানলেন রাজদ্বীপের বাবা সুধীর চৌধুরী। তিনি আশা রাখছেন মন্ত্রী বাহাদুরের সাহায্যের হাত ধরে আগামীদিনে রাজদ্বীপ রাজ্যের দরবারে একজন ভাল শিল্পী হয়ে উঠতে সক্ষম হবে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য