তেলিয়ামুড়া প্রতিনিধি :-
সংবাদে প্রকাশ, গত ৫ই সেপ্টেম্বর রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্র অর্থাৎ ধনপুর বিধানসভা কেন্দ্র ও বক্সনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। গতকাল অর্থাৎ শুক্রবার এই উপনির্বাচনের ভোট গণনায় ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ের আনন্দে শনিবার পড়ন্ত বিকেলে ভারতীয় জনতা পার্টির তেলিয়ামুড়া মন্ডলের পক্ষ থেকে বিধায়িকা কল্যাণী সাহা রায়ের উপস্থিতিতে এক সুবিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া শহরে। এদিনের এই বিজয় মিছিলটি ভারতীয় জনতা পার্টির তেলিয়ামুড়া মন্ডল কার্যালয় থেকে বেরিয়ে তেলিয়ামুড়া শহরের রাজপথ পরিক্রমা করে। এদিনের এই মিছিলে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে উপনির্বাচনে বিজেপির জয়ের উল্লাসে মাতে। এদিনের এই মিছিলে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায় ছাড়াও উপস্থিত ছিলেন,,,, তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার, ভারতীয় জনতা পার্টির তেলিয়ামুড়া মন্ডলের সাধারণ সম্পাদক গোপাল বর্মন সহ অন্যান্যরা।।