Sunday, December 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জাম্বুরা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো শিক্ষক অভিভাবক সম্মেলন।

খোয়াই জাম্বুরা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো শিক্ষক অভিভাবক সম্মেলন।

খোয়াই প্রতিনিধি ৮ ই সেপ্টেম্বর……শুক্রবার দুপুরে খোয়াই জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে ওই এলাকার রঞ্জন রায় স্মৃতি কমিউনিটি হলে অনুষ্ঠিত হল ২০২৩ ইংরেজি বর্ষের শিক্ষক অভিভাবক সম্মেলন । এই অনুষ্ঠানের প্রদীপ প্রজন্মের মধ্য দিয়ে শিক্ষক অভিভাবক সম্মেলনের শুভ সূচনা করেন খোয়াই জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার। বিদ্যালয়ের পঠন পাঠন এর উন্নয়নের জন্য এদিনের এই শিক্ষক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত জিলা পরিষদের সদস্য আলোচনা করতে গিয়ে বলেন শিক্ষার মানকে উন্নত করতে হলে ছাত্র-ছাত্রীদেরকে সঠিকভাবে পঠন পাঠনে মনোনিবেশ করার জন্য বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবক দেরকেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে তিনি আরো বলেন নতুন সরকার গঠনের পর থেকে রাজ্য শিক্ষা দপ্তর গুণগত শিক্ষার নজর প্রদান করেন এর নজির গত বছর এই স্কুল থেকে ত্রিপুরা রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় এই স্কুলের একজন ছাত্র প্রথম দশে স্থান করে নিয়েছে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার , জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত দেবনাথ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফনি ভূষণ শুক্ল দাস , বিদ্যালয়ের এস এম সি কমিটির চেয়ারম্যান বিজয় কুমার দেবনাথ সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। স্কুলের এস এম সি কমিটির সদস্য সদস্য ও এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আজকের এই অনুষ্ঠানে উদ্বোধক ছাড়াও স্কুলের এস এম সি কমিটির চেয়ারম্যান বিজয় কুমার দেবনাথ স্কুলের ছাত্র-ছাত্রীদের শিক্ষার গুণগতমান বৃদ্ধি করার ক্ষেত্রে স্কুলের শিক্ষকরাই শুধু ভূমিকা নিলে চলবে না শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদানের আহ্বান রাখেন। তাছাড়া আজকের এই অনুষ্ঠানে জামুবুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত দেবনাথ ছাত্র-ছাত্রীদের অনুশাসনের বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের আরেকটু কঠোর হওয়ার প্রয়োজন বলে তিনি আশা ব্যক্ত করেন। যদিও শিক্ষা দপ্তর ছাত্রছাত্রীদের অনুশাসনের বিষয়ে কিছুটা বাধা ধরা নিয়ম লাঘু করেছেন তারপরও স্কুলের ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শিক্ষক-শিক্ষিকারা আর একটু কঠোর হওয়ার আহবান রাখেন। তাছাড়া শুক্রবারের এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রীরা সাংস্কৃতিক কর্মকাণ্ড সংঘটিত করেন তার তারমধ্যে সঙ্গীতা দেবনাথ শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও অতিথিদের সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে মুগ্ধ করে দেন সকলকে। তাছাড়া আজকের অনুষ্ঠানের অতিথিদের মধ্যে গ্রামের প্রধান সুশান্ত দেবনাথ স্কুলের পরিচালন কমিটির কাছে আহবান রাখেন প্রতিবছর যেন শিক্ষক অভিভাবক সম্মেলন সংঘটিত করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য