Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যমানুষের গণতান্ত্রিক অধিকার যেভাবে হরণ হয়েছে, তাতে এমনটা ফলাফল হবে প্রত্যাশায় ছিল...

মানুষের গণতান্ত্রিক অধিকার যেভাবে হরণ হয়েছে, তাতে এমনটা ফলাফল হবে প্রত্যাশায় ছিল – আশিস

রাজ্য বিধানসভার ধনপুর ও বক্সনগর কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা। ঘোষিত ফলাফলে জয়জয়কার শাসক দল বিজেপির।দুই কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে। এরমধ্যে জয়ের ব্যবধানে রেকর্ড গড়ল বক্সনগর কেন্দ্রের জয়ী প্রার্থী তফাজ্জল হোসেন। যে ফলাফলকে নিয়ে রাজ্যের রাজনীতিতে শুরু হয়ে গেছে এখন নতুন করে চর্চা। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম এখন রাজ্য রাজনীতি। ঘোষিত ফলাফল প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন মানুষের গণতান্ত্রিক অধিকার যেভাবে হরণ করা হয়েছে, তাতে এমনটা ফলাফল হবে প্রত্যাশায় ছিল। রাজ্যে বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এভাবেই মানুষের গণতান্ত্রিক অধিকার ভুল অন্তত হল ভূলনঠিত হবে। এই নির্বাচন ও গণনা প্রহসনাতক। ছয় মাস আগে যে দল জয়ী হয়েছে সেই দল উপনির্বাচনে জামানত জব্দ। এই সময়ের মধ্যে কি এমন উন্নয়ন হলো যে এই ফলাফল। আসলে অর্থ বল ও বাহুবল প্রয়োগের কারণেই এই ফলাফল। জনমতকে যারা উপেক্ষা করবে অসম্মান জানাবে, তাদের জন্য ভবিষ্যৎ অত্যন্ত খারাপ হবে বলে মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী সাহা

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen + nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য