কিছুদিন পরপরই তেলিয়ামুড়া মহকুমা’র বিস্তীর্ণ অঞ্চলে বন্য হাতির আক্রমণের ঘটনা গুলো ঘটে চলেছে। আর এই আক্রমণের জেরে বিভিন্ন এলাকার কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ এক প্রকার আতঙ্কে দিন কাটাচ্ছেন। এবার বন্য হাতির কবলে পড়ে অল্পেতে প্রাণে রক্ষা পেলেন তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুরের জুমবাড়ি এলাকার নিরঞ্জন বিশ্বাস(৫৩) নামে এক কৃষক।
ঘটনার বিবরণে জানা যায়,, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার নিরঞ্জন বাবু উনার বাড়ি থেকে কিছুটা দূরবর্তী জায়গায় কৃষিক্ষেতে কাজ করতে গিয়েছিলেন, কিন্তু রাতে বাড়িতে ফিরে আসেননি তিনি। পরিবারের তরফ থেকে জানা গেছে অনেক খোঁজাখুঁজি করেও উনাকে পাওয়া যায়নি, তারা অনুমান করেছিলেন হয়তো পরিচিত কারো বাড়িতে গিয়েছেন। তবে শুক্রবার ভোরের আলো ফোটার সাথে সাথে স্থানীয় মানুষদের নজরে পড়ে জুমবাড়ির কোন একটা কৃষি ক্ষেতের পার্শ্ববর্তী একটা জায়গায় মারাত্মক ভাবে আহত এবং বিধ্বস্ত অবস্থায় পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন নিরঞ্জন বিশ্বাস। পারিপার্শ্বিক অবস্থা এবং নিরঞ্জন বাবুকে দেখে সবাই বুঝতে পেরেছেন হাতির আক্রমণের শিকার হয়ে রাত জুড়ে জীবিত রয়েছেন তিনি। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় তেলিয়ামুড়ার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের, অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ছুটে গিয়ে মারাত্মক আহত নিরঞ্জন বাবুকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে।শেষ সংবাদ পর্যন্ত জানা গেছে,, ঘাড় সহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন পেশায় কৃষক নিরঞ্জন বিশ্বাস। এদিকে দিনের পর দিন ক্রমবর্ধমান হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসন অবিলম্বে সঠিক এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণ করুক, সেই দাবি করছেন সংশ্লিষ্ট এলাকার



