তেলিয়ামুড়া প্রতিনিধি :-
ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের উদ্যোগে পণ্য ও পরিষেবার অধীনে উৎসে ট্যাক্স কর্তনের বিষয়ে সংস্থাগুলি এবং তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে একদিনের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । সোমবার তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্র তথা তেলিয়ামুড়া টাউন হলে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ শিবির । এদিনের প্রশিক্ষণে উপস্থিত ছিলেন খোয়াই জেলা কোষাগার আধিকারিক অভিরাম দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমার সাব ডিভিশনাল মেজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী, রাখি বিশ্বাস ত্রিপুরার রাজ্য কর সরকারের মুখ্য কমিশনার, দেবারতি গৌতম রাজ্যের কর I T এবং EODB সুপারিনটেনডেন্ট। এছাড়াও তেলিয়ামুড়া মহকুমার অধিন বিভিন্ন দপ্তরের DDOরা উপস্থিত ছিলেন ওই দিনের এই প্রশিক্ষণ কর্মশালায়।



