গুরুদেব অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এবং মহা সন্ন্যাসিনী সংহিতা দেবীর মহাপ্রয়াণ ও সমাধি অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবিরের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরটি পুরো এপ্রিল মাস ব্যাপী চলছে এরমধ্যে ২৩ শে এপ্রিল তেলিয়ামুরা আচাযক আশ্রম থেকে এই রক্তদান শিবিরটি আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এরপর ২৬ এপ্রিল খোয়াই চেবরি স্থিত আচাযক আশ্রমে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেখানে ২২ জন স্বেচ্ছায় রক্তদান করেন এরপর ২৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে খেয়াই শিঙি ছড়া আচাযক আশ্রমে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেখানে ১৯ জন স্বেচ্ছায় রক্তদান করেন এর পাশাপাশি একই দিনে খোয়াই সুভাষ পার্ক স্থিত চরগনকি এলাকার আচাযক আশ্রমে এই দিন ২৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন তার মধ্যে বেশ কয়েকজন মহিলারাও স্বেচ্ছায় রক্তদান করেছেন। এছাড়া এখানে একজন হোমিওপ্যাথি চিকিৎসকের দ্বারা শতাধিক রোগীকে বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসার পাশাপাশি ঔষধ ও বিতরণ করা হয় এবং প্রত্যেকটি আশ্রম এদিন রক্তদানের পাশাপাশি নাম কীর্তন অনুষ্ঠান ও সংঘটিত হয়। এছাড়া আগামী ৩০ এপ্রিল কল্যাণপুর আচাযক আশ্রমে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সমস্ত অনুষ্ঠানটি হচ্ছে বর্তমান অখণ্ড সংঘের প্রদান পরম পূজনীয় তপন ব্রহ্মচারীজী উনার নির্দেশে এই অনুষ্ঠানগুলি চলছে বলে জানান পূর্ব ত্রিপুরার যৌথ অখণ্ড সংগঠনের সম্পাদক পান্নালাল মল্লিক। তিনি এও বলেন এই অনুষ্ঠান শুধু ত্রিপুরাতে নয় সমস্ত ভারত বর্ষ সহ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশও একই দিনে এই রক্তদান শিবির অনুষ্ঠান চলছে এই রক্তদান অনুষ্ঠানটি সমস্ত এপ্রিল মাস ব্যাপী চলবে বলে জানান পূর্ব ত্রিপুরার যৌথ অখণ্ড সংগঠনের সম্পাদক পান্নালাল মল্লিক।