ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার এ.এস.আই রাজকুমার দাস জানিয়েছেন,, তেলিয়ামুড়া থানা পুলিশের কাছে খবর আসে মোহর ছড়া স্কুল সংলগ্ন একটি পরিত্যক্ত ইট ভাট্টায় জান্ডি মুন্ডার আসর বসেছে মোহরছড়া স্কুল মাঠে চড়ক মেলাকে কেন্দ্র করে। এই খবরের উপর ভিত্তি করে সাদা পোশাকে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে পৌঁছে জুয়া খেলার আনুষাঙ্গিক জিনিসপত্র সহ নগদ ৯,০৮০ টাকা সহ ২ যুবক যথাক্রমে বিপুল দেববর্মা ও নকুল দাস কে আটক করে থানায় নিয়ে আসে। এ.এস.আই রাজকুমার দাস জানিয়েছেন,, গোপন খবরের উপর ভিত্তি করে শুক্রবার রাতে তেলিয়ামুড়া পুলিশের ছিল এই অভিযান, আগামী দিনে এ ধরনের অভিযান তাদের জারি থাকবে।