Friday, December 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই বাইজাল বাড়ি পুলিশ ফাঁড়ি এলাকায় নাকা তল্লাশিতে একটি মিনি ট্রাক থেকে...

খোয়াই বাইজাল বাড়ি পুলিশ ফাঁড়ি এলাকায় নাকা তল্লাশিতে একটি মিনি ট্রাক থেকে গাজা সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ

খোয়াই থানার অন্তর্গত বাইজাল বাড়ি পুলিশ ফাঁড়ি এলাকায় নাকা তল্লাশি চলাকালীন একটি মিনি ট্রাক থেকে ১৪২ কেজি গাঁজা সহ গাড়ি চালককে আটক করে পুলিশ। ঘটনার বিবরণ দিয়ে বাইজাল বাড়ী পুলিশ ফাঁড়ির ওসি রথীন দেববর্মা জানান প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ খোয়াই আগরতলা সড়কের উপর দিয়ে আসা-যাওয়া প্রত্যেকটি গাড়িকে তল্লাশি করা হচ্ছিল তেমনি সময় আসাম রাজ্যের AS01FC7405 নম্বরের মিনি ট্রাকটি নাকা তল্লাশি এলাকায় এসে হাজির হয় তখন কর্তব্যরত পুলিশ কর্মীরা সে গাড়িটিকে সম্পূর্ণ খালি দেখতে পায় কিন্তু এক পুলিশ কর্মীর সন্দেহ লাগে তখনই লড়িটির মাল বোঝাই কারী অংশে দুটি টিনের পাতটিকে নাট বল্টু দিয়ে জোড়া লাগানো তাতেই পুলিশ কর্মীদের সন্দেহ জাগে এরপর ভালো করে তল্লাশি করে সেই নাট বল্টু গুলি কাটার পর দেখা যায় গাড়ির যে জায়গায় মাল বহন করা হয় সেই জায়গায় নিচে ৬ থেকে ৮ ইঞ্চি উচ্চতা একটি বিশাল খালি জায়গায় রয়েছে সেই জায়গাতে ১৭ টি গাজার প্যাকেটে ১৪২ কেজি গাজা লুকিয়ে রাখা হয়েছে পুলিশ সেই গাজা গুলিকে উদ্ধার করে। পাশাপাশি পুলিশ গাড়ির চালকেও আটক করে। চালকের নাম আখিরুল ইসলাম বানিয়া বাড়ি আসামের বঙ্গাইগাও এলাকার সে এই গাজা মোহনপুর থেকে কে বা কারা তাকে দিয়ে দেয় এবং গাঁজা গুলিকে নিয়ে আসামের গৌহাটিতে নিয়ে যাবার কথা ছিল। শেষে পুলিশ চালকের বিরুদ্ধে এন ডি পি এস একটা মামলা গ্রহণ করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য