সংবাদে প্রকাশ, 71 BN CRPF বাহিনীর সিভিক অ্যাকশন প্রোগ্রামের অঙ্গ হিসাবে এলাকার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করা এবং পড়াশুনার পাশাপাশি যুব শক্তিকে খেলাধুলার প্রতি উৎসাহ জাগাতে এক ভলিবল ট্রুনামেন্ট ও খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত করে। এই উপলক্ষ্যে বুধবার তেলিয়ামুড়ার চাকমাঘাট CRPF ক্যাম্পে এক অনুষ্ঠানের মাধ্যমে মুঙ্গিয়াবাড়ি, তুইকর্মা বস্তি, রাজনগর তেলিয়ামুড়া, স্টার ক্লাব চাকমাঘাট এই চারটি যুব দলের মধ্যে এক ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।এদিনের অনুষ্টানে উপস্তিত ছিলেন 71 CRPF বাহিনীর Second in commandant khekato Aye , অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট HS Prasad ও Deepak Sukla , SDPO প্রসূন কান্তি ত্রিপুরা প্রমুখ। 71 BN CRPF বাহিনীর উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রামের অঙ্গ হিসাবে তেলিয়ামুড়ার চাকমাঘাট CRPF ক্যাম্পে এই ভলিবল ট্রুনামেন্ট ও খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন’কে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।।