রবিবার গোটা দিন ব্যাপী তেলিয়ামুড়া মহকুমার নব-নির্বাচিত বিধানসভার ২ জন প্রতিনিধি’কে সংবর্ধনা প্রদানকে ঘিরে এক প্রকার ছিল তেলিয়ামুড়া’য় উৎসবের আবহ। প্রথম পর্বে তেলিয়ামুড়া পৌর পরিষদের ব্যাবস্থাপনা’য় চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে নবনির্বাচিত মহকুমার বিধানসভার সদস্যদের’কে নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন এই নাগরিক সংবর্ধনা মঞ্চে তেলিয়ামুড়া পৌর পরিষদের পক্ষ থেকে স্মারক উপহার, উত্তরীয়, পুষ্পস্তবক এবং মানপত্র দিয়ে তেলিয়ামুড়া থেকে নির্বাচিত কল্যাণী সাহা রায় এবং কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচিত বিধায়ক পিনাকী দাস চৌধুরীকে সংবর্ধিত করা হয়। এদিনের এই সংবর্ধনা মঞ্চে দুই জনপ্রতিনিধি ছাড়াও পৌর পিতা রূপক সরকার, সহকারি পৌর পিতা মধুসূদন রায় ,তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস, তেলিয়ামুড়া পৌর পরিষদের ডেপুটি সি.ই.ও রাকেশ ভট্টাচার্জি প্রমুখরা উপস্থিত ছিলেন। অন্যদিকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার তেলিয়ামুড়া বিধানসভার জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করে তেলিয়ামুড়া প্রাইমারি কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে নিজস্ব হল ঘরে। এই সংবর্ধনা অনুষ্ঠানে মহকুমার দুই জনপ্রতিনিধি কল্যাণী সাহা রায় এবং পিনাকী দাস চৌধুরীকে তেলিয়ামুড়া প্রাইমারী কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। মানপত্র, উত্তরীয়, পুষ্পস্তবক সহ স্মারক উপহার দিয়ে সম্মানিত জনপ্রতিনিধি দ্বয়’কে এদিন সংবর্ধিত করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে দুই জনপ্রতিনিধি ছাড়াও তেলিয়ামুড়া প্রাইমারি কো-অপারেটিভের সভাপতি জয়ন্ত কুমার সাহা, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস, পৌরপিতা রূপক সরকার প্রমুখরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য করা যায়,, এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান গুলোর মধ্যে কৃষ্ণপুর কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক তথা রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বিশেষ কারণে অনুপস্থিত ছিলেন। উভয় সংবর্ধনা মঞ্চেই উদ্যোক্তাদের পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়কদের প্রতি আশাবাদ ব্যাক্ত করে বলা হয় উনাদের প্রশাসনিক দক্ষতায় ভর করে আগামী দিনে গোটা তেলিয়ামুড়া উন্নয়নের শিখরে পৌঁছবে। এদিকে এই সংবর্ধনা সভা গুলোর মধ্যে উপস্থিত থেকে পিনাকী দাস চৌধুরী থেকে শুরু করে কল্যাণী সাহা রায় উভয়ই আগামী দিনে সকলকে সাথে নিয়ে সকলের প্রয়োজনে “সবকা সাথ সবকা বিকাশ” এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে গোটা সমাজের আর্থসামাজিক ব্যাবস্থার মান উন্নয়নে বদ্ধপরিকর থাকার ব্যাপারে প্রতিশ্রুতি জ্ঞাপন করেন। আজকের এই সংবর্ধনা জ্ঞাপন শীর্ষক অনুষ্ঠান গুলোর মধ্যে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। তাছাড়া এদিন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষ থেকেও চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের নাগরিক সংবর্ধনায় উপস্থিত থেকে মহকুমার দুই জনপ্রতিনিধিকে সংবর্ধনা জানানো হয়।



