বুধবার থেকে শুরু হল ত্রিপুরার মধ্যশিক্ষা পরিষদের উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিকের পরীক্ষা। সেই অনুসারে বুধবার দুপুর 12 টা থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এতে করে খোয়াই মহকুমাতে উচ্চ মাধ্যমিকের মোট পরীক্ষার্থী ১৬৫৮ জন । উচ্চ মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার জন্য ছয়টি সেন্টার তৈরি করা হয়েছে সেগুলি হল সরকারি দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয়, সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়, লাল ছড়া বালিকা বিদ্যালয়, গনকি এইচএস স্কুল, তুলাসিখর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, এবং জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। উচ্চ মাধ্যমিকের প্রথম দিন ছিল ইংরেজি পরীক্ষা। অনুরূপভাবে ১৬ই মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হতেচলেছে মাধ্যমিকের পরীক্ষা। খোয়াই মহকুমাতে মাধ্যমিক পরীক্ষার ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৬৭০ জন। এই ছাত্র-ছাত্রীদের পরীক্ষার জন্য সাতটি সেন্টার তৈরি করা হয়েছে সেগুলি হল খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়, সরকারি দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয়, লাল ছড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়, গনকি এইচ এস স্কুল, চেবরি এইচ এস স্কুল, তুলাশিখর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, বীরচন্দ্রপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় গুলিতে মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা পরীক্ষায় বসতে চলেছে।