২৮ তেলিয়ামুড়া মন্ডল আয়োজিত বিজয় সংকল্প সমাবেশ অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া টাউন হলের মাঠে। বিজেপি দলের দুই কেন্দ্রের প্রার্থীর সমর্থনে শুক্রবার বিকেলে। উল্লেখ্য থাকে, ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে ঘিরে শাসক দল বিজেপি ইতিমধ্যেই তারকা প্রচারক দিয়ে প্রচার করতে ব্যস্ত। এরই অঙ্গ হিসাবে ২৭ কল্যাণপুর-প্রমোদ নগর বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী পিনাকী দাস চৌধুরী ও ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কল্যাণী রায়ের সমর্থনে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পৌরহিত্বে এক সারা জাগানো বিজয় সংকল্প সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন এই সমাবেশে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন প্রভারি বিস্তারক প্রবাল রাহা, ২৭ কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী পিনাকী দাস চৌধুরী ও ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কল্যাণী রায় সহ বিজেপি দলের এক ঝাঁক নেতা নেত্রী। মূলত এদিনের এই বিজয় সংকল্প জনসমাবেশ থেকে বিরোধী বামগ্রেস জোটের তীব্র সমালোচনায় মুখর হন উপস্থিত নেতৃত্বরা। সেই সঙ্গে বিরোধী সি.পি.আই(এম) এবং কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী সমর্থক এদিনের এই বিজয় সংকল্প সমাবেশে বিজেপি খোয়াই জেলা সভাপতি তথা কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী পিনাকী দাস চৌধুরী ও তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণী রায়ের হাত ধরে পদ্ম শিবিরে শামিল হয়।
তেলিয়ামুড়া মন্ডলের উদ্যোগে আয়োজিত এদিনের এই বিজয় সংকল্প সমাবেশে মানুষজনদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং দলীয় কার্যকর্তাদের মধ্যেও এদিনের এই সংকল্প সমাবেশকে কেন্দ্র করে এদিন ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।।



