আসন্ন ২০২৩ এর রাজ্য বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী নির্মল বিশ্বাসের নেতৃত্বে বাড়ি বাড়ি প্রচার করতে গিয়ে ব্যাপক পরিমাণে সাড়া পাচ্ছেন বলে জানান নির্মল বিশ্বাস। নির্বাচনকে সামনে রেখে সিপিএম প্রার্থী নির্মল বিশ্বাস শুক্রবার সকাল থেকে নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে খোয়াই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চা বাগান এলাকাতে বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত থাকতে দেখা গেছে। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খোয়াই বিধানসভা কেন্দ্রের সিপিএম দলের প্রার্থী নির্মল বিশ্বাস বলেন প্রতিদিন বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে ব্যাপক পরিমাণে সাড়া পাচ্ছেন এই চা বাগান এলাকাতেও। গত এক মাস ধরে খোয়াই মহকুমার বিভিন্ন এলাকাতে প্রচার নেমেছেন পাশাপাশি বিভিন্ন বুথে প্রচারকার্য চালিয়ে যাচ্ছেন তাতে করে তিনি এখন পর্যন্ত ৩৭ টি বুথে জন সম্পর্ক অভিযান তথা বাড়ি বাড়ি প্রচার সম্পন্ন করে ফেলেছেন। তাতে করে ব্যাপক অংশের মানুষের কাছ থেকে সারা পাচ্ছেন বলে জানান সিপিএম প্রার্থী নির্মল বিশ্বাস। তাই তিনি বলেন সিপিএমের জয় হবেই শুধু সময়ের অপেক্ষা। ২০২৩ রাজ্য বিধানসভার নির্বাচনের মধ্যে দিয়ে রাজ্যে একটি গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী। এটি শুধু খোয়াই এর জন্য নয় সারা রাজ্যের মধ্যে ব্যাপক পরিমাণের সারা লক্ষ্য করতে পারছেন তাদের প্রচারের মাধ্যমে তাই তিনি জয়ের দিক দিয়ে শতকরা ১০০ ভাগ নিশ্চিন্ত । অন্যদিকে নির্বাচন যত এগিয়ে আসছে সিপিএম দলের বিভিন্ন প্রচার তেজী হচ্ছে। উঠান সভা বাড়ি বাড়ি প্রচার ঘরোয়া সভা পথসভা থেকে শুরু করে সব ধরনের প্রচারে সিপিএম দলের সমস্ত কার্যকর্তা ও নেতারা ব্যস্ত রয়েছেন। যদিও নির্বাচনকে সামনে রাখে সিপিএম দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন বড় ধরনের নেতৃত্বদের দিয়ে কোন ধরনের সভা বা জনসভার আয়োজন করা হয়নি তবুও প্রচারের দিক থেকে সিপিএম দল শাসক দল বিজেপি থেকে একটু এগিয়ে রয়েছে।



