Friday, December 5, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া থানা এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত এক

তেলিয়ামুড়া থানা এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত এক

আবারো তেলিয়ামুড়া থানা এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত এক। ঘটনা, বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায়। এদিন চাকমাঘাটের দিক থেকে একটি টমটম জাতীয় সড়ক ধরে তেলিয়ামুড়ার দিকে আসার সময় মহারানীপুর এলাকায় পেছন দিক থেকে আসা দ্রুতগতির সম্পন্ন একটি লরি সজোরে ধাক্কা দেয় ওই টমটমটিকে। লরির ধাক্কায় টমটমটি উল্টে যায় জাতীয় সড়কের উপর এবং গুরুতর আহত হয় টমটমে থাকা টমটমের চালক রাকেশ গিরি নামের এক যুবক। লরিটি টমটমটিকে ধাক্কা দিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দে ছুটে আসে এলাকার লোকজন এবং তৎক্ষণাৎ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত ওই টমটমের চালক কে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরী কালীন বিভাগে তার প্রাথমিক চিকিৎসার পর, তার অবস্থা গুরুতর হওয়াতে সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী আগরতলার জিবি হাসপাতালে রেফার করে দেয়। অন্যদিকে, তেলিয়ামুড়া থানার পুলিশ টমটমটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া ওই লড়িটিকে আটক করার চেষ্টা চালাচ্ছে বলে খবর।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 + nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য