২০১৮ সালে মায়েরা বোনেরা কমিউনিস্টদের রক্তচক্ষুকে ওপেক্ষা করে এরাজ্যে সরকার পরিবর্তন করেছিল’— ভারতীয় জনতা মহিলা মোর্চার সাংগঠনিক সম্মেলনে এমনটাই বলেন বিধায়িকা কল্যাণী রায়।ভারতীয় জনতা মহিলা মোর্চা তেলিয়ামুড়া মন্ডল কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া নেতাজি নগর স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা মহিলা মোর্চার এক সম্মেলন। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়, বিজেপি তেলিয়ামুড়া মন্ডলের সভাপতি রঞ্জিত সূত্রধর, তেলিয়ামুড়া মহিলা মোর্চা মন্ডলের সভানেত্রী শম্পা পাল, তেলিয়ামুড়া মন্ডল বিস্তারক প্রাজেস সরকার সহ অন্যান্যরা। মূলত আসন্ন ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক শক্তিকে আরো বৃদ্ধি করার লক্ষ্যে রাজ্য কমিটির নির্দেশক্রমে ভারতীয় জনতা মহিলা মোর্চা তেলিয়ামুড়া মন্ডলের এদিনের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের এই সম্মেলনে মহিলা মোর্চার কর্মী-সমর্থকদের উপস্থিতি এবং তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।।



