Thursday, July 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপৌষ পার্বণকে সামনে রেখে তেলিয়ামুড়ার শুক্রবার দিনের হাট বাজার জমজমাট

পৌষ পার্বণকে সামনে রেখে তেলিয়ামুড়ার শুক্রবার দিনের হাট বাজার জমজমাট

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যান্য পার্বন গুলির মতো পৌষ পার্বণ একটি অন্যতম পার্বণ হিসেবে বিবেচিত মানুষজনদের মধ্যে। বিশেষ করে এই পৌষ পার্বণ অর্থাৎ পৌষ পার্বণের দিনে গ্রাম বাংলার গৃহিণীরা চরম ব্যস্ত থাকেন পিঠে পুলির মধ্য দিয়ে। এই পৌষ পার্বণকে সামনে রেখে তেলিয়ামুড়ার শুক্রবার দিনের হাট বাজার জমে উঠলো । ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়ে পুরো বাজার এলাকার গম গম করতে থাকে। দুকানিদের মুখে অনেকটা হাসি ফুটে। দোকানিরা পৌষ পার্বণের তিল্লাই /বাতাসা/ কদমা পসরা হিসেবে সাজিয়ে রেখেছেন। ক্রেতারাও বেশ উৎসাহের মেজাজে সামগ্রিক ক্রয় করছেন। এদিকে এক দোকানি জানায় ,, তিল্লাই, বাতাসা, কদমা , প্রতি কেজি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে গত বছরের তুলনায় এ বছর কিছুটা মূল্য বৃদ্ধি হয়েছে। কারণ ওইসব সামগ্রীগুলি তৈরি করার জন্য প্রয়োজনীয় শ্রমিক পাওয়া যায় না । অন্যদিকে এক কথায় বলা যায় শুক্রবারের বাজার জমে উঠলো পৌষ পার্বণকে সামনে রেখে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য