Thursday, July 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে উন্নয়নের কাজকর্ম চলছে জোর কদমে

বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে উন্নয়নের কাজকর্ম চলছে জোর কদমে

২৮ নং তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে উন্নয়নের কাজকর্ম চলছে তেজী ভাবে। যা বিগত ২৫ বছরের বাম জামানা কালে দেখা যায়নি এমন উন্নয়ন। বর্তমান বিজেপির জোট সরকারের আমলে অর্থাৎ বর্তমান সরকারের শাসনকালে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের কাজকর্ম গ্রাম কিংবা শহর কোনো ভেদাভেদ নেই। এলাকা বাসীদের দাবি মেনে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় উন্নয়নের কাজ চলছে। শুক্রবার তেলিয়ামুড়া পৌর পরিষদের জায়গায় প্রাণিজ সম্পদ বিকাশ দপ্তরের অফিস দালান বাড়ি নির্মাণের কাজ চলছে দ্রুতগতিতে। এই উন্নয়নের কাজটি ও বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে সূচনা হয়েছিল। শুক্রবার প্রাণিজ সম্পদ বিকাশ দপ্তরের তেলিয়ামুড়া শাখা অফিসের নতুন পাকার দালান বাড়ির নির্মাণ কাজের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয় সকাল থেকে। এই নির্মাণ কাজ সঠিকভাবে হচ্ছে কিনা সেটাও পরিদর্শন করেন এলাকার বিধায়িকা কল্যাণী রায়ের নির্দেশে তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল । চেয়ারম্যান রূপক সরকার নির্মাণ কাজের সবকিছু প্রত্যক্ষ করে জানান,, বিধায়িকা কল্যাণী রায়ের প্রতিশ্রুতি মত এখানে এই নির্মাণ কাজ চলছে । তবে প্রাণিজ সম্পদ বিকাশ দপ্তরের এই অফিস বাড়ি নির্মাণ কাজে ব্যয় বরাদ্দ প্রায় ৮০ লাখ টাকা বলে জানান তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য