জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকায় বুধবার রাতে একটি বাইক ও একটি বাইসাইকেলের সংঘর্ষে আহত হয় বাইক ও বাইসাইকেলে থাকা দুজন। আহতদের মধ্যে সুজন সরকার নামের এক যুবক গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের, দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা তৎক্ষণার দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত দুজনকে উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এই দুর্ঘটনায় গুরুতর আহত সুজন সরকারের অবস্থা গুরুতর হওয়াতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সঙ্গে সঙ্গে তাকে জরুরি কালীন বিভাগে এডমিট করে চিকিৎসা শুরু করে দেয়। এই যান দুর্ঘটনা কে কেন্দ্র করে খানিকের জন্য গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।।