বিধায়িকা কল্যানী রায়ের হাত ধরে উন্নয়নমূলক একাধিক প্রকল্পের সূচনা হয় বৃহস্পতিবার তেলিয়ামুড়া পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৮ তেলিয়ামুড়া বিধানসভার অন্তর্ভুক্ত তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীন পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েতের জন সাধারনের স্বার্থে গঠিত কয়েকটি প্রকল্প আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মূখ্য সচেতক কল্যানী রায়। -এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি হল যোগাযোগের জন্য রাস্তা নির্মান, ব্রিজ নির্মান সি.এস.সি সেন্টার ইত্যাদি। এই একাধিক উন্নয়ন মুলক কাজের উদ্ভোধনি অনুষ্ঠানে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য সত্যেন্দ্র দাস, পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান সহ অন্যান্যরা। এদিন বিধায়িকা এই প্রকল্প গুলির আনুষ্ঠানিক উদ্বোধন করে আলোচনা করতে গিয়ে জানান, যে এই এলাকায় একটি মৈত্রী সেতু নির্মান করা হয়েছে যা বাম আমলে কেবল আশ্বাস দেওয়া হয়েছিল, আজ তা বিজেপি সরকার করে দিয়েছে। রয়েছে পুলিনপুর একালায় একটি সি.এস.সি সেন্টার, যা আগামি দিনে এলাকাবাসীর জন্য কাজে আসবে। করা হয়েছে একাধিক রাস্তা নির্মান সহ আর.সি.সি রোড এবং রাস্তার পেলাসেডিং ওয়াল। এছাড়াও এদিন এলাকার প্রায় ৩০০ -এর অধীক বেনিফিসিয়ারিদের মধ্যে নানা সামগ্রীও বিতরন করা হয় এদিন। এদিনের এই একগুচ্ছ কর্মসূচির উদ্বোধন কে কেন্দ্র করে পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েতের জন সাধারনের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।।



