জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি এলাকার বাসিন্দা চান মিয়া এলাকারই দোকান মালিকে প্রদীপ দাসের দোকান থেকে বাকীতে দ্রব্য ক্রয় করেছিল কিছুদিন পূর্বে। দোকান মালিক পরবর্তীতে চান মিয়ার কাছে তার পাওনা বাকি টাকা দিয়ে দেওয়ার কথা বলে। পরবর্তি সময়ে চান মিয়া তার দেনা সোদ করে বলেও জানায়। কিন্তু তারপরেও, দোকানের মালিক প্রদীপ দাস দোকানের পাওনা বাকি টাকার লেনদেন কে কেন্দ্র করে ঝামেলার জেরে মারধর করে বলে অভিযোগ করেন ওই আক্রান্ত ব্যক্তি চান মিয়া। পরবর্তীতে চান মিয়া আহত অবস্থায় তেলিয়ামুড়া থানার দারস্থ হয়ে এ বেপারে দোকান মালিক প্রদীপ দাসের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।।