Wednesday, July 2, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদমদমত্ত গাড়ি চালকের অসতর্কতায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মর্মান্তিক আহত চালকসহ এক...

মদমত্ত গাড়ি চালকের অসতর্কতায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মর্মান্তিক আহত চালকসহ এক যাত্রী

যান দুর্ঘটনা রাজ্যের একটি নিত্যদিনের ঘটনা।বিভিন্ন আইন প্রয়োগ করেও কোন মতেই থেমে নেই যান সন্ত্রাস।প্রতিদিন কোন না কোন স্থানে যান সন্ত্রাসের ঘটনা ঘটছে।এমন একটি মর্মান্তিক যান দুর্ঘটনা ঘটে কলমচৌড়া থানাধীন উত্তর কলমচৌড়া সরকারি ফিসারী সংলগ্ন বক্সনগর সুনামুরা জাতীয় সড়কে।ঘটনার বিবরণে জানা যায়, ভেলোয়ারচড় কীর্তন সেরে TR03A-0378 নম্বরের মারুতি গাড়ির চালক বিমল চন্দ্র দাস(বাপন)কয়েকজন যাত্রীকে নিয়ে কলমচৌড়ার উদ্দেশ্যে রওনা হয়। গাড়ি থেকে পথের মধ্যে কয়েকজন যাত্রীকে নামানো হয়।উত্তর কলমচৌড়া সরকারি ফিসারী সংলগ্ন বক্সনগর সোনামুড়া জাতীয় সড়কের পাশে একটি গাছের মধ্যে ধাক্কা মেরে মর্মান্তিকভাবে যান দুর্ঘটনা ঘটে।এতে গাড়িটি ভেঙ্গে চৌচির হয়ে যায়। চালক এবং যাত্রী দুজনেই গুরুতরভাবে আহত হয়।এই মর্মান্তিক যান দুর্ঘটনা দেখে পথচারীরা এসে গাড়ির ভিতর থেকে টানা হেঁচড়া করে দুজনকে বাহির করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। বিমল চন্দ্র দাস নামে গাড়ির চালকের একটি পা সম্পূর্ণ ভেঙ্গে যায়। সারা শরীর রক্তে রক্তাক্ত হয়ে যায়।অপর যাত্রী রাকেশ চৌধুরীর মাথা ফেটে যায়। এতে প্রায় ১২ টি সেলাই লাগে। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শ্যাম দেববর্মা দুজনকেই প্রাথমিক চিকিৎসা করে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। তবে জানা যায় দুজনেই মদমত্ত অবস্থায় ছিলেন।এই মদমত্ত অবস্থায় বেআব্রু গাড়ি চালানোর অভিযোগেই এই যান দুর্ঘটনা টি ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত। তবে কলমচৌড়া থানার পুলিশ যান দুর্ঘটনা ঘটার সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে যান।পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাটির সুষ্ঠু তদন্ত করছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য