তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোহরছড়া গ্ৰাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকার সাধারণ মানুষজন বর্তমান সরকারের আমলে কি কি সুযোগ-সুবিধা এবং সরকারের উন্নয়নমুখী কর্মযজ্ঞে কতটুকু সামিল হয়েছে এ বিষয়ে খোঁজখবর নিতে রবিবার তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় জন সম্পর্কে বের হয়। মূলত, তেলিয়ামুড়া বিধানসভার মোহরছড়া এলাকার মানুষজন বর্তমান বিজেপি সরকারের আমলে কি কি সুযোগ-সুবিধা পেয়েছে বর্তমান সরকারের উন্নয়নমুখী কর্মকাণ্ডে কতটুকু খুশি তা খোঁজখবর নিতে বিধায়িকার এদিনের এই জনসম্পর্ক অভিযান। এদিন জনসম্পর্ক অভিযানে বিধায়িকা ছাড়াও সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন যমুনা দাস সহ অন্যান্যরা। এ প্রসঙ্গে বিধায়িকা কল্যাণী রায় বলেন,,, জনসম্পর্কে বেরিয়ে লাভার্থীদের সঙ্গে কথাবার্তা বলে যতটুকু জানা গেছে মানুষজন বর্তমান উন্নয়নমুখী সরকারের কর্মকান্ডে খুশী। ফলে এদিনের এই জনসম্পর্কে বেরিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি লাভার্থীদের কাছ থেকে।