কল্যাণপুর থানাধীন এক প্রত্যন্ত গ্রামে জনজাতি এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই। একটি পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। এই বিষয়ে কল্যাণপুর থানার পুলিশ জানায় মৃত যুবকের নাম অমরজিৎ দেববর্মা (২২) পিতা মৃত মদন দেববর্মা, বাড়ি কল্যাণপুর থানা এলাকার তুইচারপাক এডিসি ভিলেজে। শুক্রবার কল্যাণপুর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে হয়। মৃত্যুর কারণ হিসাবে পরিবারের দাবি মৃত যুবক অনেকদিন ধরেই মৃগী রোগে আক্রান্তিত ছিল। আরো জানা যায় গতকাল দুপুরে হঠাৎ বাড়ি থেকে বের হলে সন্ধ্যা নাগাদ ফিরে না আসায় খোঁজাখুঁজি করতে গেলেই বাড়ির অনতিদূরে একটি পুকুরে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। শেষে কল্যাণপুর থানায় খবর দিলে পুলিশ অকুস্হলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
ময়না তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে আসলেই জানা যাবে ঘটনার পেছনের প্রকৃত রহস্য কি!!