এিপুরা পাম্প অপারেটর দের বেতন বৃদ্ধির ফলে ধন্যবাদ রেলী।এিপুরা সরকার রাজ্যের পাম্প অপারেটরদের জন্য যে সুখবর জানিয়েছে তারই জন্য আজ বক্সনগর ব্লক এলাকার সমস্ত পাম্প অপারেটর এর কর্মীরা ৩ ঘটিকার সময় বক্সনগরে একটি ধন্যবাদ রেলী করেন।এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য পাম্প অপারেটর সংঘের প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক এলিয়াজ হোসেন,বক্সনগর ব্লক কমিটির সভাপতি ইদ্রিস মিয়া ও এলাকার অনান্য অপারেটর কর্মীরা।রেলি শেষে আলোচনা করতে গিয়ে এিপুরা রাজ্যের যে সরকারটা রয়েছে এই সরকার যে আসলে জনগনের সরকার তা বুঝিয়ে দেন সরকারের কাজের মধ্যে দিয়ে।এক কালিন ২৪৯০ টাকা তারা কোন দিন কল্পনাও করতে পারেনি।তাই সরকারের প্রতি অভিনন্দন জানায় কর্মীরা।বক্সনগর মোটর স্যান্ড থেকে এক ধন্যবাদ মিছিল করে বক্সনগর বাজার সহ বিভিন্ন পথ পরিক্রমা করে পুন রায় বক্সনগর চৌমুহনী বাজারে মিছিল শেষ করে বক্তব্য রাখেন পাম্প অপারেটর সংঘের এিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক এলিয়াজ হোসেন।পরে বক্সনগর বিএমএস অফিসে সাংবাদিক সম্মেলন করে রাজ্য বিজেপি ও আইপিএফ টি জোট সরকারের মন্ত্রী সভা কে ধন্যবাদ জানিয়েছেন সংঘের নেতৃত্বরা। আগামী ১৩ই জানুয়ারি আগরতলা রবীন্দ্র ভবনের সামনে সকাল ১০টায়৷কেন্দ্রীয় নেতৃত্ব সহ রাজ্যের মূখ্যমন্ত্রী উপ মূখ্য মন্ত্রী পানীয়জল দপ্তরের মন্ত্রী সহ অতিথিদের আমন্ত্রণ জানানো হবে ১৩জানুয়ারী আগরতলা,শহরে মিছিল ও ধন্যবাদ অভিনন্দন সভা করার জন্য এিপুরা পাম্প অপারেটর সংঘ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই রাজ্যর সমস্ত পাম্প অপারেটর ভাই দের উপস্থিতি কামনা করেছেন নেতৃত্বরা।