Tuesday, July 1, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া বাসীর দীর্ঘদিনের দাবি এবার বিধায়িকার হাত ধরে বাস্তবায়নের পথে। অত্যাধুনিক সুবিধা...

তেলিয়ামুড়া বাসীর দীর্ঘদিনের দাবি এবার বিধায়িকার হাত ধরে বাস্তবায়নের পথে। অত্যাধুনিক সুবিধা যুক্ত মোটর স্যান্ড এবং বৈদ্যুতিক মহাশ্মশান ঘাট নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে

উল্লেখ্য মোটর স্ট্যান্ডের নির্মানের জন্য দীর্ঘ দিন ধরে তেলিয়ামুড়া বাসী দাবি জানিয়ে আসছিল। কিন্তু তৎকালীন বামসরকার তেলিয়ামুড়া বাসীর জন্য উন্নত মানের মোটর স্যান্ড নির্মাণ করে দিতে ব্যার্থ ছিল। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতার মসনদে বসে বিজেপি সরকারের বর্তমান বিধায়িকা কল্যাণী রায় তেলিয়ামুড়া বাসীর দীর্ঘদিনের দাবি মান্যতা দিয়ে নির্মাণ কাজ শুরু করে। বর্তমানে নির্মাণ কাজ চলছে জোর গতিতে। এই নির্মানকাজ শেষ হলে তেলিয়ামুড়া বাসী এবং মোটর শ্রমিকদের দীর্ঘদিনের আশা বাস্তবায়িত হবে। এ প্রসঙ্গে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায় জানান,,, এই মোটর স্ট্যান্ড নির্মাণের জন্য মোট প্রায় ৫ কোটি টাকা ব্যায় করা হচ্ছে। অপরদিকে তেলিয়ামুড়া বাসীর স্বার্থে দীর্ঘ বছর যাবৎ একটা দাবী উঠেছিল তেলিয়ামুড়ার শ্মশানঘাটে বৈদ্যতিক চুল্লীর ব্যাবস্থা করা। সেই দাবীকে মান্যতা দিয়ে মহাশ্মশান ঘাটে বৈদ্যতিক চুল্লী বসানোর ব্যাবস্থা করা হয় বিধায়িকা কল্যানী রায়ের একান্ত প্রচেষ্টায়। ইতি মধ্যে প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়ে গেছে বলে জানান বিধায়িকা কল্যানী রায়। এই দুটি কাজই অতি দ্রুততা’র সহিত সম্পন্ন করা হচ্ছে বলে জানান বিধায়িকা কল্যানী রায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য