Tuesday, July 1, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদউপযুক্ত মজুরির দাবিতে ভিলেজ কার্যালয় ঘেরাও করলো রেগা শ্রমিকরা

উপযুক্ত মজুরির দাবিতে ভিলেজ কার্যালয় ঘেরাও করলো রেগা শ্রমিকরা

রেগার কাজ করে উপযুক্ত পারিশ্রমিক না পেয়ে সঙ্ঘবদ্ধভাবে রেগা শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে তালা ঝুলিয়ে দিলেন ভিলেজ কার্যালয়ে। ঘটনা, কল্যাণপুর আর.ডি. ব্লকের অন্তর্গত রজনী সর্দার পাড়া এ.ডি.সি ভিলেজ কাউন্সিলে।
ঘটনার বিবরণে প্রকাশ, মঙ্গলবার রজনী সরদার পাড়া এডিসি ভিলেজ কাউন্সিলের অন্তর্গত বেশ কিছু রেগার শ্রমিকরা সঙ্ঘবদ্ধভাবে ভিলেজ কার্যালয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা দাবি করেন তারা যে পরিমাণে কাজ করেছেন সেই অনুপাতে মজুরি পাননি। পাশাপাশি একটা অংশ থেকে এও দাবি করা হয় সংশ্লিষ্ট ভিলেজ এলাকাতে বেশ কয়েকজন রয়েছেন যারা রেগার কাজ না করেই পারিশ্রমিক নিয়ে যান। এই সমস্ত বিষয়গুলো একত্রিত করে ক্ষোভ এর বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে এলাকাবাসীরা সংশ্লিষ্ট ভিলেজ কাউন্সিলের কর্মকর্তাদের দীর্ঘ সময় তালাবন্দী করে রাখেন। গোটা ঘটনার খবর পেয়ে কল্যাণপুর ব্লক থেকে ব্লক সম্প্রসারণ আধিকারিক কৌশিক দেববর্মা ঘটনাস্থলে ছুটে গিয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলে উপযুক্ত তদন্তের আশ্বাস দিলে তালা মুক্ত হয় রজনী সরদার পাড়া ভিলেজ কাউন্সিল কার্যালয়। গোটা ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থেকে বিশাল পুলিশবাহিনীও সাথে সাথে ঘটনাস্থলে ছুটে গিয়েছিল, যদিও কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য