Tuesday, July 1, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবাইকের ধাক্কায় গুরুতর ভাবে যখম হওয়া ৮ বছরের শিশুকে জিবিপি হাসপাতালে দেখতে...

বাইকের ধাক্কায় গুরুতর ভাবে যখম হওয়া ৮ বছরের শিশুকে জিবিপি হাসপাতালে দেখতে যান বিধায়ক সহিদ চৌধুরী

নেশাগ্রস্ত যুবকের বাইকের ধাক্কায় গুরুতরভাবে যখম হয়েছিল আট বছরের শিশু ইমরান হোসেন। বর্তমানে তিনি আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার বিকালে খবর পেয়ে আগরতলা জিবিপি হাসপাতালে তাকে দেখতে ছুটে যান কুড়ি বক্সনগর বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক সহিদ চৌধুরী। এদিন গিয়ে তার শারীরিক খোঁজ খবর এবং কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন। এবং তার দ্রুত সুস্থতা কামনা করে আসেন। উল্লেখ্য সোমবার দুপুরে নেশাগ্রস্ত যুবকের বাইকের ধাক্কায় গুরুত্বর ভাবে আহত হন ইমরান হোসেন নামে আট বছরের এক শিশু।তার বাড়ি বক্সনগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণপাড়া এলাকায়।বর্তমানে শিশুটি বক্সনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পাঠরত। জানা যায় প্রতিদিনের ন্যায় সোমবার দুপুরে ইমরান হোসেন তার নিজ বাড়ির সামনে আসে ব্যাডবিন্টন খেলার জন্য। তখন ঐ নেশাগ্রস্ত অবস্থায় বক্সনগর দক্ষিণপাড়া এলাকার আশেক মিয়ার ছেলে টুক্কুন মিয়া একটি বাইক নিয়ে কোন কিছু বোঝার আগে ইমরান হোসেনকে দ্রুতগতিতে ধাক্কা মারেন। সাথে সাথে ইমরান হোসেন মাটিতে ছিটকে পড়ে। তখন তার চিৎকার শুনে বাড়ির লোকজনরা ছুটে আসেন। ছুটে এসে তাকে গুরুতর অবস্থায় প্রথমে নিয়ে যায় বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। তার অবস্থা আশঙ্কাজনক দেখে বক্সনগর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় আগরতলা জিবিপি হাসপাতালে। জানা যায় ইমরান হোসেন ঘটনাস্থলেই রক্তবোমি,এবং কাপুনি দিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। ইমরান হোসেন বর্তমানে এখন আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, জানা যায় তার অবস্থা এখনো আশঙ্কা জনক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য