সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার মেলাঘর কাছিমুল উলুম ঘ্রাণতলি মাদ্রাসার সর্ববৃহৎ ঐতিহাসিক ৬৪ তম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের ব্যাপক প্রস্তুতি চলছে ঘ্রাণতলী এলাকা জুড়ে। এই মাহফিলকে ঘিরে গত একমাস ধরেই ব্যাপক হারে প্রচার অভিযান চালানো হয়েছে। আগামীকাল অর্থাৎ রোজ বুধবার আছরের নামাজের পর থেকে শুরু হবে ঐতিহাসিক বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল। মাহফিলে গঠন করা হয়েছে বৃহৎ কমিটি। রয়েছি কয়েকটি সাব কমিটিও। গত বছরের তুলনায় এ বছর বাজেটও দ্বিগুণ করা হয়েছ। ৪ ঠা জানুয়ারী ২০২৩ ইং তারিখে রোজ বুধবার মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকিবেন বাংলাদেশ থেকে ভিসা প্রাপ্ত হযরত মাওলানা আলী আনছারী সাহেব। তাছাড়া প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা আহমদ সৈয়দ গোবিন্দপুরী সাহেব(আসাম) মাহফিলে সভাপতি আসন গ্রহণে থাকবেন হযরত মাওলানা সফর আলী সাহেব।তাছাড়া বিশেষ বক্তা হিসেবে থাকিবেন হযরত মাওলানা আব্দুল্লাহ জুবায়ের সাহেব (পশ্চিমবঙ্গ) বিশেষ মেহমান হিসেবে থাকিবেন হযরত মাওলানা সাদেক বিন হুসাইন সাহেব (বাংলাদেশ ভিসা প্রাপ্ত) এদিন মাহফিল কমিটি থেকে জানা যায় মহকুমা ও অন্যান্য স্থান থেকে আগত মা-বোনদের জন্য আলাদা পর্দাশীল ভাবে ওয়াজ শোনার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তাছাড়া হাজার হাজার আগত অতিথিদের জন্য মেহমানদারীর সুব্যবস্থা থাকিবে। এদিন মেহমানদারী করার জন্যও আলাদা কমিটি গঠন করা হয়েছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গল কামনার্থে ভোর রাতে আখেরি মোনাজাত করা হবে। দল-মত জাতি-বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে কমিটির পক্ষ থেকে।গত বছরেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল এই ধর্মীয় মাহফিলকে গিরে। শুধু মুসলিম সম্প্রদায়ে নয়, অন্যান্য সম্প্রদায়ের ধর্মপ্রাণ জনতার নজিরবিহীন উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল গত বছর এই মাহফিলে।ঐতিহাসিক এই মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে কাছিমুল উলুম ঘ্রাণতলি মাদ্রাসা ময়দানে।