ঘর ঘর বিজেপি’ এই স্লোগানকে সামনে রেখে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়ের উপস্থিতিতে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪০ নং বুথে জনসম্পর্কে বের হয় বিজেপি দলের নেতা নেত্রীরা শনিবার সকালে। উল্লেখ্য,, ২০২৩ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে তৎপর শাসক শিবির বিজেপি। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে ইতিমধ্যে বিজেপি দল। বিরোধী শিবির’কে পেছনে ফেলে প্রত্যেক এলাকা চষে বেড়াচ্ছেন বিধায়িকা দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে। লক্ষ ২০২৩ বিধানসভা নির্বাচনে ক্ষমতার মসনদ দখল করা। আর এরই অঙ্গ হিসেবে শনিবার সকালে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪০ নং বুথ অর্থাৎ রাজনগর এলাকায় ‘ঘর ঘর বিজেপি’ এই শ্লোগানকে সামনে রেখে জন সম্পর্কে বের হয় বিধায়িকা। কথা প্রসঙ্গে বিধায়িকা জানিয়েছেন,, জন সম্পর্কের বেরিয়ে মানুষ জনদের কাছ থেকে অভূতপূর্ব সারা পাওয়া যাচ্ছে। তাছাড়া এলাকার মানুষ জনেরা দেশের প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা গ্রহণ করছে কিনা এবং রাজ্য সরকারের উন্নয়নমুখী কর্মযজ্ঞের অংশীদার হচ্ছে কিনা সাধারণ মানুষ জন সে ব্যাপারে খোঁজখবর নেন বিধায়িকা।।