Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যপুরবাসীর সমস্যা সমাধানে প্রতিমাসের তৃতীয় ও চতুর্থ শনিবার জনগণের সমস্যার সম্পর্কে অবগত...

পুরবাসীর সমস্যা সমাধানে প্রতিমাসের তৃতীয় ও চতুর্থ শনিবার জনগণের সমস্যার সম্পর্কে অবগত হবেন মেয়র দীপক মজুমদার

পুর নিগম এলাকার মানুষের কাছে যেন সব ধরনের সুবিধা সঠিকভাবে পৌঁছায় তার জন্য প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে বসে জনগণের সমস্যা সম্পর্কে অবগত হওয়ার সিদ্ধান্ত নিলেন মেয়র দীপক মজুমদার। কেননা পুর নির্বাচনের আগে শহরবাসীকে কথা দেওয়া হয়েছিল জনগণের সমস্যার সমাধান করতে কাজ করা হবে। তারই পরিপ্রেক্ষিতে পুর নিগমের নাগরিক সমস্যা ১০০ শতাংশ সমাধান করার জন্য কাজ শুরু করেছে বর্তমান নিগম এবং অচিরেই এই সমস্যার সমাধান করতে সক্ষম হবে নিগম বলে আশাবাদী মেয়র দীপক মজুমদার। এদিন মেয়র বলেন আগরতলা শহরে বৃষ্টির জল জমাট বাধার প্রসঙ্গে বর্তমান পুরনিগমের প্রচেষ্টায় এখন আগরতলা শহরে দীর্ঘক্ষণ জল জমাট বেঁধে থাকে না। আগামী কয়েক মাসের মধ্যে আরও তিনটা জলের পাম্প মেশিন আগরতলা শহরে বসানো হবে। ড্রেইনগুলি সংস্কার করা হচ্ছে। তখন আগরতলা শহরে আর বৃষ্টির জল জমবে না বলে আশা ব্যক্ত করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য