Thursday, September 19, 2024
বাড়িখবররাজ্যআনুষ্ঠানিক উদ্বোধন হল রাজনৈতিক সন্ত্রাসের বলি হওয়া ১১জন নিরপরাধ মানুষের শহিদ বেদী

আনুষ্ঠানিক উদ্বোধন হল রাজনৈতিক সন্ত্রাসের বলি হওয়া ১১জন নিরপরাধ মানুষের শহিদ বেদী

২০০৩ সালের, ২৬-শে জানুয়ারী তারিখে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে “মান্দাই চৌমুহনী”-তে জাতি-উপজাতিদের মধ্যে বিভেদ তৈরী করে ভ্রাতৃঘাতী দাঙ্গা লাগিয়ে ভোটে রাজনৈতিক ফায়দা লাভের জন্য ১১ জন নিরীহ মানুষকে খুন করিয়েছিলো সেই সময়ের বাম-হার্মাদদের কূ-চক্রীরা। বিধায়ক হিসাবে নির্বাচিত হবার পর মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজ প্রতিশ্রুতি অনুযায়ী সেই ১১টি অকালে চলে যাওয়া তরতাজা মানুষ গুলোর স্মৃতিচারণ করে তাদের স্মৃতির উদ্দেশ্যে গত ২৬শে ডিসেম্বর ২০২১ তারিখে সেখানে একটি শহীদবেদী নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কেননা প্রতিশ্রুতি দিয়েছিলাম ২৬ শে জানুয়ারী,২০২২ তারিখে মান্দাই এলাকার সেই অভিশপ্ত কালো দিনটিতে সেই মানুষ গুলোর স্মৃতিতে সেই শহীদ বেদীর আনুষ্ঠানিক উন্মোচন করার। প্রতিশ্রুতি অনুযায়ী আজ ২৬-শে জানুয়ারী ২০২২ তারিখে সেই নবনির্মিত শহীদবেদীতে পুষ্পার্ঘ ও শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই শহীদ বেদী সেই শহীদদের স্মৃতিতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী “মান্দাই চৌমুহনী”-তে সেই নিরপরাধ মানুষ গুলোর স্মৃতিতে নির্মিত এই শহীদ বেদী জ্বলন্ত সাক্ষী হয়ে থাকবে ২৫ বছরের বামেদের অপশাসনের বলে অভিমত ব্যক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য