Thursday, September 19, 2024
বাড়িখবররাজ্য800 রাবার গাছের ক্ষতিপূরণের দাবিতে জেলাশাসক ওফিসের বাউন্ডারি নির্মাণে বাধা দেয় ক্ষতিগ্রস্তরা...

800 রাবার গাছের ক্ষতিপূরণের দাবিতে জেলাশাসক ওফিসের বাউন্ডারি নির্মাণে বাধা দেয় ক্ষতিগ্রস্তরা রাবার চাষিরা

প্রায় 800 রাবার গাছের ক্ষতিপূরণের দাবিতে সিপাহী জলা জেলাশাসক ওফিসের বাউন্ডারি ওয়ালের জন্য মাটির গর্ত নির্মাণে বাধা দেয় ক্ষতিগ্রস্তরা রাবার চাষিরা। ঘটনা সোমবার সকাল 11 টায় চেচুড়ী মাই গ্রাম পঞ্চায়েত এলাকার সিপাহী জলা এসপি অফিসের এবং জেলাশাসক ওফিসের বাউন্ডারি নির্মাণে। 10 থেকে 12 জন রাবার চাষী নির্মাণ কাজে বাধা দেয়। তাদের অভিযোগ তাদের পূর্বপুরুষ আমল থেকেই এই জায়গা তারা ভোগ দখল করে আসছে। 2012 সালে যখন এসপি অফিস নির্মিত হয় তখন থেকেই তারা ক্ষতিপূরণ চেয়ে আসছিল। কিন্তু ক্ষতিপূরণ দিচ্ছিল না প্রশাসন। তাই তারা সোমবার বাউন্ডারি ওয়ালের কাজ নির্মাণে বাধা দেয়। তাদের দাবি তাদের ক্ষতিপূরণ দিতে হবে।প্রশাসন আশ্বাস দিয়েছে তাদের দায়ের করা অ্যাপ্লিকেশনগুলো ইনকোয়ারি হচ্ছে। ইনকোয়ারি পরে ক্ষতিপূরণের দেওয়া হবে। ঘটনাস্থলে বিশ্রামগঞ্জ থানার পুলিশ গিয়েছে।ক্ষতিগ্রস্ত কৃষক প্রশাসন পুলিশ সবাই মিলে জেলাশাসক ওফিসের ডেপুটি কালেক্টর এর সঙ্গে কথা বলেছে

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য