Sunday, November 24, 2024
বাড়িখবররাজ্যপ্রদেশ বিজেপি কার্যালয়ে পালিত হল নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী

প্রদেশ বিজেপি কার্যালয়ে পালিত হল নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী

গোটা দেশের সাথে যথাযথ মর্যাদায় রাজ্যের প্রদেশ বিজেপি কার্যালয়ে পালিত হল নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী। এদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি ড: মানিক সাহা , এদিন নেতাজি নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে ফুল ও মাল্য দেন করে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় অন্যান্য নেতৃত্বরা। এদিন প্রদেশ বিজেপি সভাপতি সংবাদ মাধ্যমকে জানান সুভাষচন্দ্র ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু। কিন্তু আজাদ হিন্দ ফৌজ পরিচালনা ও স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে তিনি ধর্ম নিরপেক্ষ ভাবধারায় সকল ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ করে তুলতে সক্ষম হয়েছিলেন। তিনি ধ্যানে অনেক সময় অতিবাহিত করতেন। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ তাকে উদ্বুদ্ধ করেছিল। ছাত্রাবস্থা থেকে তিনি তাঁর দেশপ্রেমিক সত্তার জন্য পরিচিত ছিলেন। তাছাড়া মুক্ত ভারত-আজাদ হিন্দ গঠনে তাঁর সাহসী পদক্ষেপ তাঁকে জাতীয় আইকনে পরিণত করেছে। তাঁর আদর্শ ও আত্মত্যাগ চিরকাল প্রতিটি ভারতীয়কে অনুপ্রেরণা জোগাবে বলে মোট প্রকাশ করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য