Thursday, February 6, 2025
বাড়িখবররাজ্যএম,ডি,সি শ্রী হংস কুমার ত্রিপুরাসহ ৩১১২ পরিবারের প্রায় ৬৫০০ ভোটার বিজেপি ত্যাগ...

এম,ডি,সি শ্রী হংস কুমার ত্রিপুরাসহ ৩১১২ পরিবারের প্রায় ৬৫০০ ভোটার বিজেপি ত্যাগ করে যোগ দিলো তিপ্রামথায়

আজ ২৩ শে আগষ্ট ৬ ষ্ঠ তপশীল দিবস এই ঐতিহাসিক দিবসে ৪৯- ছাওমনু বিধানসভা কেন্দ্রের মানিকপুরে তিপ্রা মথার এক সুবিশাল জন জমায়েতে ৩১১২ পরিবারের প্রায় ৬৫০০ ভোটার নিয়ে ছাওমনুর এম,ডি,সি শ্রী হংস কুমার ত্রিপুরা বি,জে,পি ত্যাগ করে, তিপ্রা মথা দলে যোগদান করেন। তাকে ও তার সাথীদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বরণ করে নেন তিপ্রা মথার দলের চেয়ারম্যান, মাননীয় প্রদ্যুৎ বিক্রম কিশোর দেব্বর্মা ও দলের সভাপতি বিজয় কুমার রাংখল মহোদ্বয়, উল্লেখ থাকে আই,পি,এফ টির বিভাগীয় সহ সভাপতি বলেন্দ্র ত্রিপুরা ও ২৭ পরিবারের ১১৮ ভোটার নিয়ে সদলবলে তিপ্রা মথায় যোগদান করেন। হাজার হাজার করতালি র মধ্য দিয়ে এই নেতাদের অভ্যর্থনা জানানো হয়। গত জেলা পরিষদ নির্বাচনে ছাওমনু কেন্দ্রে বিপুল ভোটের ব্যবদানে নির্বাচিত হয়েছিলেন। । সবকা সাথ সবকা বিকাশ বি,জে,পির শ্লোগানে মুখরিত হয়ে উনি ভেবেছিলেন সত্যিই বিকাশকে এগিয়ে নিয়ে পাহাড়ের মুখে হাসি ফোটাবেন, কিন্তু দেখা গেল বিপরীত বিকাশ তো দূরের কথা শুধু উন্নয়নের নাম নিয়ে বিকাশ ঘটেছেব বিধায়ক ও সুবিধাবাদী মাফিয়া গুন্ডাদের ,। বি,জে,পির শ্লোগান শুধুমাত্র মুখে মুখেই তার কোন বাস্তবতা নেই । গনতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নিয়ে স্বৈরাচারী, ও পেশী শক্তির, সাহায্যে রাজ কায়েম করেছে যা আজ সুস্পষ্ট ভাষায় বক্তব্য রাখেন মাননীয় এম,ডি সি হংস ত্রিপুরা মহোদ্বয় । আজ হংস ত্রিপুরা তিপ্রা মথায় যোগদানের মধ্য দিয়ে সূচনা হলো বি,জে,পি র এম,ডি,সি,এম,এল,এ মন্ত্রীরা একে একে যোগদানের হিরিক অব্যাহত থাকবে। জেলাপরিষদ নির্বাচনে বুবাগ্রার নেতৃত্বে এ,ডি,সি দখল হওয়ার পর থেকেই বি,জে,পি ভেবেছিল তিপ্রা মথা নেহাত আই,পি,এফ, টির মতো, তাই ত্রিপল ইঞ্জিনের সপ্ন দেখেছিলেন, তাই নানা অপপ্রচার, জেলা পরিষদে তিপ্রা মথার এম,ডি,সি রা নাকি বি,জি,পি তে যোগদান করছে — আজ বি, জে,পি,র এম,ডি,সি হংস ত্রিপুরার যোগদানের মধ্যদিয়ে প্রমান হল ত্রিপল ইঞ্জিনের স্বপ্ন স্বপ্নই থেকে গেল উল্টো ডাবল ইঞ্জিনের সরকার বিকল হয়ে যেতে বসেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 + eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য