সারা রাজ্যব্যাপী দলীয় কর্মসূচির অঙ্গ হিসেবে গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবিতে সদর মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করলেন আগরতলা সিটি ডিস্ট্রিক্ট কমিটি তিপ্রামথা ও আগরতলা সিটি ডিস্ট্রিক্ট ডি ডাব্লিউ এফ অর্থাৎ মহিলা কমিটি। এদিন সংবাদমাধ্যমকে আগরতলা সিটি ডিস্ট্রিক্ট তিপ্রামাথার কার্যকরী সভাপতি সঞ্জীব কুমার দেববর্মা বলেন আমাদের শুধু একটিমাত্র দাবি গ্রেটার তীপ্রাল্যান্ড আর এই একটি দাবিকে নিয়েই আজকের এই ডেপুটেশন প্রদান কর্মসূচি বলে।